করোনা পরিস্থিতিতে দেশে চলছে আনলক ১। লকডাউন শিথিল করার প্রথম পর্যায়ে আগামী ৮ জুন থেকে খুলছে শপিং মল, রেস্তোরাঁ, হোটেল, অফিস ও ধর্মীয় স্থান। করোনাভাইরাস রুখতে রেস্তোরাঁ, শপিং মল, হোটেল, ধর্মীয় স্থানের জন্য় নিয়মবিধি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক।
ধর্মীয় স্থানের জন্য় নিয়মাবলী
কনটেনমেন্ট জোনভুক্ত এলাকায় ধর্মীয় স্থান বন্ধ থাকবে। কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় ধর্মস্থান খোলা যাবে।
ধর্মস্থান খোলার জন্য় কী কী মেনে চলতে হবে? একনজরে জেনে নিন...
* ধর্মীয় স্থানের প্রবেশদ্বারে থার্মাল স্ক্রিনিং ও হ্য়ান্ড স্য়ানিটাইজেশন বাধ্য়তামূলক।
* যাঁদের করোনার কোনও উপসর্গ নেই, তাঁরাই শুধুমাত্র ঢুকতে পারবেন।
* করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচার হিসেবে পোস্টার রাখতে হবে। অডিও-ভিডিও ক্লিপিংসও থাকবে।
* সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
* যিনি ধর্মীয় স্থানে যাবেন, তাঁর নিজের গাড়িতে জুতো রাখতে হবে অথবা নিজেদের দায়িত্বেই রাখতে হবে।
* ধর্মীয় স্থান চত্বরে দোকান, ক্য়াফেটেরিয়াতেও দূরত্ব বিধি বজায় রাখতে হবে।
* প্রবেশপথ ও বাহির পথ আলাদা করতে হবে।
* ধর্মীয় স্থানে লাইনে দাঁড়ালে ৬ ফিট দূরত্ব বজায় রাখতে হবে।
* ধর্মীয় স্থান চত্বরে ঢোকার আগে হাত ও পা জল দিয়ে ধুতে হবে।
* দূরত্ব বিধি মেনে বসার জায়গার বন্দোবস্ত করতে হবে।
* এসি-র তাপমাত্রা থাকতে হবে ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে।
* মূর্তি, পবিত্র বইয়েতে হাত দেওয়া যাবে না।
* কোনও বড় ধরনের জমায়েত করা যাবে না।
* ধর্মীয় স্থান চত্বর সর্বদা পরিচ্ছন্ন রাখতে হবে।
* সকলকে মাস্ক,গ্লাভস পরতে হবে।
* করোনা উপসর্গ রয়েছে, এমন কাউকে আলাদা করে রাখতে হবে। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে খবর দিতে হবে।
রেস্তোরাঁর জন্য় নিয়মবিধি
কনটেনমেন্ট জোনভুক্ত এলাকায় রেস্তোরাঁ বন্ধ থাকবে। শুধুমাত্র কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় খুলবে রেস্তোরাঁ।
করোনা রুখতে রেস্তোরাঁয় কী কী মানতে হবে? একনজরে জেনে নিন...
* হোম ডেলিভারির কর্মীদের থার্মাল স্ক্রিনিং করাতে হবে।
*প্রবেশদ্বারে থার্মাল স্ক্রিনিং ও হ্য়ান্ড স্য়ানিটাইজেশন বাধ্য়তামূলক।
* করোনা উপসর্গহীন কর্মী ও প্য়াট্রনদের ঢুকতে দেওয়া হবে।
* সকলকে মাস্ক, গ্লাভস পরতে হবে।
*করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচার হিসেবে পোস্টার রাখতে হবে। অডিও-ভিডিও ক্লিপিংসও থাকবে।
* রেস্তোরাঁয় দূরত্ববিধি বজায় রাখতে পর্যাপ্ত কর্মী রাখতে হবে।
* বয়স্ক কর্মী, অন্তঃসত্ত্বা কর্মীদের বিশেষ সাবধানতা মেনে চলতে হবে।
* পার্কিং লটে দূরত্ব বিধি বজায় রেখে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে।
* প্রবেশ ও বাহির পথ আলাদা করতে হবে।
* ৫০ শতাংশের বেশি আসন থাকা যাবে না।
* ব্য়ুফে পরিষেবাতেও দূরত্ব বিধি মানতে হবে।
*এসি-র তাপমাত্রা থাকতে হবে ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে।
* রেস্তোরাঁ পরিচ্ছন্ন রাখতে হবে। ওয়াশরুমও সর্বদা সাফ করতে হবে।
* বাচ্চাদের খেলার জায়গা খোলা রাখা যাবে না।
* কিচেনও দূরত্ব বিধি মানতে হবে।
আরও পড়ুন: পঞ্চম দফার লকডাউন: কী খুলছে, কী খুলছে না?
অফিস খোলার নিয়মাবলী
শুধুমাত্র কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় খুলবে। কনটেনমেন্ট জোন এলাকায় স্বাস্থ্য় ও অত্য়াবশকীয় পরিষেবা বাদে অন্য়ান্য় অফিস বন্ধ থাকবে।
করোনা রুখতে অফিসে কী মেনে চলতে হবে, একনজরে জেনে নিন...
* অফিসের প্রবেশদ্বারে থার্মাল স্ক্রিনিং ও হ্য়ান্ড স্য়ানিটাইজেশন বাধ্য়তামূলক।
* উপসর্গহীন কর্মীরাই অফিসে ঢুকতে পারবেন।
* কনটেনমেন্ট জোনের বাসিন্দা কোনও কর্মী অফিসে যাবেন না। সেক্ষেত্রে তিনি বাড়ি থেকে কাজ করবেন।
* গাড়ির চালকদের দূরত্ববিধি মানতে হবে।
* দরজা, চাবি স্য়ানিটাইজ করতে হবে।
* বয়স্ক কর্মী, অন্তঃসত্ত্বা কর্মীদের বাড়তি সাবধানতা মেনে চলতে হবে।
* সব কর্মীকে ফেস কভার বা মাস্ক পরতে হবে। অফিসের মধ্য়েও সর্বদা মাস্ক পরে থাকতে হবে।
* ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্য়মে অফিস মিটিং করতে হবে।
*করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচার হিসেবে পোস্টার রাখতে হবে। অডিও-ভিডিও ক্লিপিংসও থাকবে।
* অফিসে দূরত্ববিধি মানতে হবে।
* অফিস পরিচ্ছন্ন রাখতে হবে। ওয়াশরুম সর্বদা সাফ করতে হবে।
* ওয়াশরুমে পর্যাপ্ত পরিমাণে সাবান, জল, হ্য়ান্ড স্য়ানিটাইজার রাখতে হবে।
*এসি-র তাপমাত্রা থাকতে হবে ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে।
শপিং মলের জন্য় নিয়মাবলী
কনটেনমেন্ট জোনের বাইরে এলাকায় কেবল নিয়ম মেনে শপিং মল খোলা হবে।
করোনা ঠেকাতে শপিং মলে কী কী মেনে চলতে হবে, একনজরে জেনে নিন...
*প্রবেশদ্বারে থার্মাল স্ক্রিনিং ও হ্য়ান্ড স্য়ানিটাইজেশন বাধ্য়তামূলক।
*উপসর্গহীন ক্রেতারাই মলে ঢুকতে পারবেন।
* সকলকে ফেস কভার বা ফেস মাস্ক পরতে হবে। মলের মধ্য়ে সর্বদা মাস্ক পরে থাকতে হবে।
*করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচার হিসেবে পোস্টার রাখতে হবে। অডিও-ভিডিও ক্লিপিংসও থাকবে।
* মলে দূরত্ববিধি বজায় রাখতে পর্যাপ্ত কর্মী নিয়োগ করতে হবে।
*বয়স্ক কর্মী, অন্তঃসত্ত্বা কর্মীদের বাড়তি সাবধানতা মেনে চলতে হবে।
* পার্কিং লটে দূরত্ববিধি মানতে হবে।
* ক্য়াফেটরিয়া, সমস্ত দোকানে দূরত্ববিধি মানতে হবে।
*লাইনে দাঁড়ালে ৬ ফিট দূরত্ব বজায় রাখতে হবে।
*এসি-র তাপমাত্রা থাকতে হবে ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে।
*লিফটে যেন বেশি ভিড় না হয়।
*শপিং মলের মধ্য়ে সিনেমা হল বন্ধ থাকবে।
* বাচ্চাদের খেলার জায়গা বন্ধ থাকবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন