/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/a-gym-759.jpg)
প্রতীকী ছবি।
দেশে করোনার বাড়বাড়ন্তের মধ্য়েই আনলক ৩ নিয়ে নয়া নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। আনলক ৩ পর্যায়ে বিধিনিষেধে আরও কিছুটা শিথিল করা হল। দেশে তুলে দেওয়া হচ্ছে নাইট কার্ফু। সেইসঙ্গে আগামী ৫ অগাস্ট থেকে প্রয়োজনীয় সুরক্ষাবিধি মেনে খোলা যাবে জিম ও যোগাসনের প্রতিষ্ঠান। তবে, করোনা মোকাবিলায় কনটেনমেন্ট জোনে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত লকডাউন জারি থাকবে।
Following shall remain banned:
Metro Rail, Cinema halls, swimming pools, entertainment parks, theatres, bars, auditoriums, assembly halls, Social/ political/ sports/ entertainment/ academic/ cultural/ religious functions and other large congregations. @IndianExpress— Deeptiman Tiwary (@DeeptimanTY) July 29, 2020
আনলক ৩-র নির্দেশিকা অনুযায়ী, আপাতত বন্ধ থাকছে মেট্রো রেল, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অ্য়াসেম্বলি হল। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সমাবেশ করায় ছাড়পত্র দেওয়া হয়নি। তবে, দূরত্ববিধি মেনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করা যাবে।
আরও পড়ুন: সুশান্ত মৃত্য়ু মামলায় নয়া মোড়, সুপ্রিম কোর্টে গেলেন বান্ধবী রিয়া
Yoga institutes and gymnasiums will be allowed to open from August 5, 2020. In this regard, Standard Operating Procedure (SOP) will be issued by the Ministry of Health & Family Welfare (MoHFW) for ensuring social distancing and to contain the spread of COVID-19.@IndianExpress
— Deeptiman Tiwary (@DeeptimanTY) July 29, 2020
স্কুল-কলেজ, কোচিং ইনস্টিটিউশন আগামী ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সমস্ত রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এ ব্য়াপারে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্য়দিকে, বন্দে ভারত মিশনে আন্তর্জাতিক বিমান পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন