একশোরও বেশি স্পেশাল ট্রেন চালানোর ভাবনা রেলের

যদি কোনও রাজ্য়, বিশেষত বিরোধী শাসিত রাজ্য় স্পেশাল ট্রেন চালুর ব্য়াপারে সম্মত না হয়, তাহলে সেইসব রাজ্য় বাদে অন্য়ত্র রুটে আরও ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল।

যদি কোনও রাজ্য়, বিশেষত বিরোধী শাসিত রাজ্য় স্পেশাল ট্রেন চালুর ব্য়াপারে সম্মত না হয়, তাহলে সেইসব রাজ্য় বাদে অন্য়ত্র রুটে আরও ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল।

author-image
IE Bangla Web Desk
New Update
সংঘাতে ভারতকেই দায়ী করল চিন।। ফেসবুককে পাল্টা নিশানা বিজেপির।। কাফিলকে মুক্তির নির্দেশ।। টেলিকম সংস্থাগুলির স্বস্তি

ছবি: টুইটার।

করোনা পরিস্থিতিতে আরও স্পেশাল ট্রেন চালাতে চায় ভারতীয় রেল। আনলক ৪ পর্যায়ে রাজ্য়গুলোর সম্মতি নিয়ে আরও স্পেশাল ট্রেন চালানোর ব্য়াপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সবুজসংকেত পেয়েছে ভারতীয় রেল।

Advertisment

যদি কোনও রাজ্য়, বিশেষত বিরোধী শাসিত রাজ্য় স্পেশাল ট্রেন চালুর ব্য়াপারে সম্মত না হয়, তাহলে সেইসব রাজ্য় বাদে অন্য়ত্র রুটে আরও ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল। বর্তমানে ২০০টি স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। সূত্রের খবর, ১০০টিরও বেশি স্পেশাল ট্রেন চালানোর ভাবনা রয়েছে রেলের। এ ব্য়াপারে রাজ্য়গুলোর সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে।

আরও পড়ুন: মহামারী কাটলেও রেলের বাতানুকূল কামরায় আর কম্বল-বালিশ-তোয়ালে নয়!

Advertisment

করোনা সংক্রমণের গতি যে হারে বাড়ছে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে তামিলনাড়ু, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশার মতো রাজ্য়গুলি অতিরিক্ত ট্রেন চালানোর ব্য়াপারে ইচ্ছুক নয়।

এদিকে, অতিমারীর পরেও ট্রেনের বাতানুকূল কামরায় কম্বল, বালিশ, তোয়ালে ও গায়ের চাদর দেওয়া বন্ধ করতে পারে রেল। সম্প্রতি এ নিয়ে রেলের বৈঠকে আলোচনা হয়েছে। রেলের এক আধিকারিকের কথায়, ‘সেগুলো বন্ধ হতে পারে, আপাতত সেই সিদ্ধান্তের পথেই আমরা এগোচ্ছি'। যদিও এ ব্য়াপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

indian railway