করোনা পরিস্থিতিতে আগামী মাস থেকেই চালু হতে পারে মেট্রো পরিষেবা। আনলক ৪ পর্যায়ে সীমিতভাবে মেট্রো পরিষেবা চালানোয় ছাড়পত্র দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। সম্ভবত আগামী মাসেই এনসিআর এলাকায় মেট্রো চালু করা হতে পারে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনই খবর। উল্লেখ্য়, করোনায় লকডাউনের জেরে গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। এ মাসেই শেষ হচ্ছে আনলক ৩-এর মেয়াদ।
তবে আনলক ৪-এও সিনেমা হল ও ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সমাবেশে অনুমতি দেওয়া নাও হতে পারে। স্কুল-কলেজও সম্ভবত বন্ধ থাকবে। সুইমিং পুলও এখনও খোলা হবে না, এমনটাই জানা যাচ্ছে।
আরও পড়ুন: ভারতে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় পর্যায়ের প্রয়োগ
সূত্রের খবর, মেট্রো পরিষেবার জন্য় আলাদা সুরক্ষাবিধি তৈরি করা হবে। যেখানে উল্লেখ করা থাকবে, কতজন যাত্রী উঠতে পারবেন, দূরত্ববিধি কীভাবে বজায় রাখা হবে, স্য়ানিটাইজেশন কীভাবে করা হবে। এদিকে, অধিকাংশ মেট্রো চালাতে কেন্দ্রের কাছে আবেদন জানাচ্ছে দিল্লি সরকার।
সূত্র মারফত জানা যাচ্ছে, স্কুল-কলেজ খোলার পক্ষে সায় নেই রাজ্য়গুলোর। সেকারণে স্কুল-কলেজে নিষেধাজ্ঞা সম্ভবত বহালই থাকবে। এক আধিকারিক জানিয়েছেন, ''মাল্টিপ্লেক্স, সুইমিং পুল এখনই খোলার পক্ষে সায় নেই সরকারের''। বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অ্য়াসেম্বলি হলও সম্ভবত আগামী দফার আনলকে খোলা হবে না বলে খবর। অন্য়দিকে, কনটেনমেন্ট জোনভুক্ত এলাকায় কড়া নজরদারি চালানো হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন