বেড়েই চলেছে করোনার দাপট। রোজই আক্রান্ত ও মৃত্য়ুর সংখ্য়ায় উদ্বেগ জিইয়ে রাখছে। আবার, আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। এমন পরিস্থিতিতে কয়েকমাস ধরে বন্ধ থাকার পর একে একে খুলছে বিভিন্ন ক্ষেত্র। হাতে আর মাত্র একটা দিন, তারপরই শেষ হচ্ছে আনলক ৪-এর সময়সীমা। এবার দেশে শুরু হবে আনলক ৫। অক্টোবরে নাকি আরও বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করার পথে হাঁটবে কেন্দ্র সরকার।
সামনের মাস মানেই উৎসবের মরশুম। আর তাই একাধিক ক্ষেত্রে ছাড় ঘোষণা করার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
করোনাকালে লকডাউনের ধাক্কায় মার খেয়েছে ব্য়বসা-বাণিজ্য়। উৎসবের মরশুমকে সামনে রেখে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া বণিক মহল। গত মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছিল, কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় ধীরে ধীরে সবকিছু শিথিল করা হবে।
আনলক ৫ পর্যায়ে কী কী শিথিল করা হতে পারে?
পুজো আসছে। দুর্গাপুজো, দিওয়ালি, ছটপুজো- এমন মরশুমে ছবি মুক্তি ঘিরে লাভের আশায় বুঁদ হয়ে থাকেন হল মালিকরা। দীর্ঘ কয়েকমাস ধরে বন্ধ সিনেমা হল-মাল্টিপ্লেক্স। অক্টোবরে কি তবে খুলছে সিনেমা হল? শপিং মল, রেস্তোরাঁ, জিম খোলায় ইতিমধ্য়েই ছাড়পত্র দেওয়া হয়েছে। আবার ২১ সেপ্টেম্বরের পর থেকে মুক্তমঞ্চ খোলার ব্য়াপারেও ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এখনও সিনেমা হল পুনরায় খোলার ব্য়াপারে কোনও সিদ্ধান্তের কথা জানায়নি কেন্দ্র। গত সপ্তাহেই পিআইবি-র তরফে জানানো হয়েছিল যে এ ব্য়াপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে, সিনেমা হল খোলার ব্য়াপারে ছাড়পত্র মিলতে পারে হয়তো আনলক ৫ পর্যায়ে।
আরও পড়ুন: অক্টোবরে খুলে যাচ্ছে বাংলার সিনেমা হলগুলি, বড় ঘোষণা মমতার
এদিকে, ১ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে সিনেমা হল খোলার কথা ইতিমধ্য়েই ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাশাপাশি, যাত্রা, নাটক, নাচ, গান, আবৃত্তি, ম্য়াজিক শো আয়োজনেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
পর্যটকদের জন্য় সুখবর কি মিলবে?
করোনা অতিমারীতে পর্যটন ব্য়বসার সঙ্গীন অবস্থা। উৎসবের মরশুমে বেড়াতে যাওয়ার তাগিদ অনেকেরই থাকে। কিন্তু এ বছর বেড়ানোর আনন্দ কার্যত মাটি। এই অবস্থায় পর্যটন সেক্টরে খুশির খবর শোনাতে পারে কেন্দ্র। আনলক ৫-এ বেশ কিছু পর্যটনস্থল খোলা হতে পারে পর্যটকদের জন্য়। উল্লেখ্য়, ইতিমধ্য়েই দেশের বিভিন্ন দর্শনীয় স্থানের দরজা খুলেছে।
আগামী ১০ অক্টোবর থেকে হোটেল, হোম স্টে ও অন্য়ান্য় পর্যটন সংক্রান্ত পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। অক্টোবরে খুলতে পারে কেরালা ট্য়ুরিজম। উত্তরাখণ্ড সরকারও পর্যটকদের জন্য় কোভিড ১৯ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আগামী মাস থেকে পর্যটনস্থানগুলো ফের খোলার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে ওড়িশা সরকার।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন