Advertisment

লাদেন পুত্র হামজার উপর নিষেধাজ্ঞা রাষ্ট্রসংঘের

গত বৃহস্পতিবার ২৯ বছর বয়সী লাদেন পুত্রকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আইএসআইএস ও আলকায়দা নিষেধাজ্ঞা কমিটি।

author-image
IE Bangla Web Desk
New Update
Hamza bin Laden, হামজা বিন লাদেন

লাদেন পুত্র হামজা।ছবি: টুইটার।

লাদেন পুত্রকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। হামজা বিন লাদেনের বিরুদ্ধে বিমান সফর থেকে সম্পত্তি বাজেয়াপ্তের মতো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। একইসঙ্গে লাদেন পুত্রের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আলকায়দার বর্তমান নেতা আইমান-আল-জাওয়াহিরির ‘সম্ভাব্য উত্তরসূরি’ বলে বর্ণনা করেছে রাষ্ট্রসংঘ।

Advertisment

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ২৯ বছর বয়সী লাদেন পুত্রকে নিষেধাজ্ঞা তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আইএসআইএস ও আলকায়দা নিষেধাজ্ঞা কমিটি। নিরাপত্তা পরিষদের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, আল-জাওয়াহিরি ঘোষণা করেছে, আলকায়দার সদস্য হামজা-বিন-লাদেন। শক্তিশালী ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের তরফে জানানো হয়, জঙ্গি হামলার জন্য আলকায়দার অনুগামীদের বার্তা দিয়েছে লাদেন পুত্র।

আরও পড়ুন, মাসুদ আজহারকে নিষিদ্ধ জঙ্গি ঘোষণা করা হোক, নয়া প্রস্তাব রাষ্ট্রসংঘে

অন্যদিকে, রাষ্ট্রসংঘের ঘোষণার আগেই লাদেনপুত্রকে কোণঠাসা করতে পদক্ষেপ করে আমেরিকা। হামজার সম্পর্কে কোনও তথ্য দিতে পারলেই পুরস্কার হিসেবে ১ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হবে বলে ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামজা যে আগামী দিনে সন্ত্রাসের নয়া ত্রাস, সেকথাও উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্র।

এ প্রসঙ্গে আমেরিকার তরফে জানানো হয়, ২০১৫ সালের অগাস্ট মাস থেকে ইন্টারনেটে অডিও ও ভিডিও বার্তায় অনুগামীদের উদ্দেশে জঙ্গি হামলার কথা বলেছে হামজা। এজন্য টার্গেট করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমী দেশগুলোকে। বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই মার্কিন যুক্তরাষ্ট্রে জঙ্গি হানার হুমকি দিয়েছে লাদেন পুত্র।

অন্যদিকে, জইশ প্রধান মাসুদ আজহারকে নিষিদ্ধ জঙ্গি হিসাবে ঘোষণা করার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে নতুন করে প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। যে ইস্যুতে পথের কাঁটা হিসেবে দাঁড়িয়ে রয়েছে চিন।

Read the full story in English

International news
Advertisment