Advertisment

কাপড় দিয়ে যায় চেনা! গান্ধিজি আর রাখি সাওয়ান্তকে এক করলেন বিধানসভার অধ্যক্ষ

Uttar Pradesh: ‘কাপড় খোলা দিয়ে যদি একটা মানুষের পরিচয় বিচার হয়, তাহলে মহাত্মা গান্ধির চেয়ে রাখি সাওয়ান্ত বেশি জনপ্রিয় হতেন।‘

author-image
IE Bangla Web Desk
New Update
UP Assembly Speaker

হৃদয় নারায়ণ দীক্ষিত। ট্যুইটার থেকে সংগৃহীত

Uttar Pradesh: কাপড় দিয়ে যায় চেনা। রাখি সাওয়ান্ত আর মহাত্মা গান্ধির জনপ্রিয়তা বিচারে এভাবেই তুলনা টেনেছেন উত্তর প্রদেশ বিধানসভার অধ্যক্ষ। প্রবীণ বিজেপি নেতা তথা ইউপি বিধানসভার অধ্যক্ষ হৃদয় নারায়ণ দীক্ষিত। শনিবার উন্নাওয়ের বঙ্গামাউ এলাকায় দলের প্রবুদ্ধ সম্মেলনের প্রধান বক্তা ছিলেন তিনি। তখনই হৃদয় নারায়ণের মন্তব্য, ‘কাপড় খোলা দিয়ে যদি একটা মানুষের পরিচয় বিচার হয়, তাহলে মহাত্মা গান্ধির চেয়ে রাখি সাওয়ান্ত বেশি জনপ্রিয় হতেন।‘ তাঁর এই মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড়। বিপদ বুঝে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন এই প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলছেন, ‘খানিকটা বিষয়ের বাইরে গিয়েই গান্ধিজির প্রশংসা করতে চেয়েছেন।‘

Advertisment

এদিকে, বিধানসভা ভোটের আগে  রাজ্যব্যাপী প্রবুদ্ধ সম্মেলন আয়োজিত করেছে বিজেপি। উন্নাও জেলার বিধায়ক হিসেবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল গেরুয়া শিবির। যদিও ইউপি বিধানসভার অধ্যক্ষর এই মন্তব্যের একটা ভিডিও ভাওরাল হয়েছে। সেই ভিডিওয় ঠিক কী বলেছেন তিনি? প্রবীণ রাজনীতিবিদ বলেছেন, ‘গান্ধিজি কাপড় কম পরতেন। ধুতি পরতেন। উনাকে বাপু বলা হত। এবার যদি কাপড় খুলে কেউ মহান হয়ে যান, তাহলে রাখি সাওয়ান্ত মহাত্মা গান্ধির চেয়ে বেশি জনপ্রিয় হতেন।‘   

ভাইরাল ভিডিও প্রসঙ্গে তাঁর দাবি, ‘যদি কেউ ভিডিওটা পুরো দেখে তাহলেই বোঝা যাবে আমি গান্ধিজির প্রশংসা করেছি। একজন মানুষ বিখ্যাত হন তাঁর পরিশ্রম, কর্ম এবং সততা দিয়ে। একজনের বিখ্যাত হওয়ার পিছনে অনেক কারণ কাজ করে।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mahatma Gandhi Rakhi Sawant
Advertisment