বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্যে চাঞ্চল্য ছড়াল যোগীরাজ্যে। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলাবাসীকে মুসলিম সবজি বিক্রেতাদের থেকে সবজি কিনতে বারণ করেন বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারি।
ঠিক কী বলেছেন তিনি?
উত্তরপ্রদেশের বরহজ কেন্দ্রের বিধায়ক সুরেশ তিওয়ারির একটি ভিডিও সম্প্রতি সোশাল মিডিয়ায় দেখা যায়। যেখানে তিনি বলেছেন, "একটা জিনিষ ভাল করে সকলে মনে রাখুন, আমি সবার সামনেই বলছি, কেউ মুসলিমদের থেকে সবজি কিনবেন না।" এদিকে ভিডিওতে দেখা গিয়েছে কিছু সাধারণ মানুষ ছাড়াও বেশ কয়েকজন সরকারি আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
এই ঘটনার পর যখন সুরেশ তিওয়ারির সঙ্গে যোগাযোগ করা হয় তখন তিনি বলেন যে তিনি এই মন্তব্যটি গত সপ্তাহে করেছিলেন যখন তিনি বরহজ নগরের অফিসে সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান সেই সময়। বিধায়ক বলেন, "আমার কাছে অনেক অভিযোগ আসে যে মুখের লালা সবজিতে লাগিয়ে এক সম্প্রদায়ের মানুষ সবজি বিক্রি করে করোনাভাইরাস ছড়ানোর চেষ্টা করছে ওই এলাকায়। সেই কারণেই আমি তাঁদের বলি সেই মানুষদের থেকে সবজি না কিনতে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে তাঁরা কী করবেন পরবর্তীতে সেটা নিজেরাই ঠিক করবেন।"
বিধায়ক এও বলেন যে তাঁর যেটা মনে হয়েছে তিনি বলেছেন। মানুষ মানবে কি না সেটা তাঁদের ব্যাপার। তাবলিগি জামাতের প্রসঙ্গ টেনে সুরেশ তিওয়ারি বলেন, "সবাই দেখেছে জামাতের সদস্যরা এই দেশের কী অবস্থা করেছে।" উত্তরপ্রদেশের রাজ্য বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বলেছেন, দল এ জাতীয় বক্তব্য সমর্থন করে না। এমনকী দলের তরফে এই বিষয়টি বিবেচনা করা হবে এবং কোন পরিস্থিতিতে সুরেশ এই মন্তব্য করেছিলেন তা নিয়ে প্রশ্নও করবেন।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন