Advertisment

'Jai Shri Ram' on UP Exam Paper: উত্তরপত্রে 'জয় শ্রী রাম', বুক ফুলিয়ে পাস বিফার্ম পড়ুয়ারা, যোগীরাজ্যে চাঞ্চল্যকর ঘটনা

ঘটনা সামনে আসতেই ২ অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jai Shri Ram' on Exam Paper,answer sheet,cricketers,Names,Pass Exam,Professors,Religious Slogan,students,Suspended,UP

উত্তরপত্র 'জয় শ্রী রাম', বুক ফুলিয়ে পাস বিফার্ম পড়ুয়ারা, যোগীরাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, হুলস্থূল

পরীক্ষার উত্তরপত্রে 'জয় শ্রী রাম' লিখেই দিব্যি পাস করেছে পরীক্ষার্থীরা। এক ছাত্রের দায়ের করা আরটিআই-এর পর এই ঘটনা প্রকাশ্যে এসেছে। এরপরই ২ অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে।

Advertisment

উত্তরপ্রদেশের এক বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষার উত্তরপত্রে জয় শ্রী রাম লিখে দিব্যি পাস করে গিয়েছে বি ফার্মের প্রথম বর্ষের বেশ কয়েকজন পড়ুয়া। প্রাক্তন ছাত্র দিব্যাংশু সিং গত বছরের ৩ অগাস্ট প্রথম বর্ষের পরীক্ষার্থীদের ১৮টি উত্তরপত্রের পুনঃমূল্যায়নের অনুরোধ জানিয়ে একটি আরটিআই-য়ের অনুরোধ জানান। আরটিআই-এর তথ্য সামনে আসনেই চোখ কপালে। খাতায় লেখা রয়েছে জয় শ্রী রাম ও বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের নাম। বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে ২ অধ্যাপককে।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: ‘জয় নিশ্চিত করতে পিএফআই-এর সাহায্য নিচ্ছে কংগ্রেস…’! চাঞ্চল্যকর অভিযোগ মোদীর

দিব্যাংশুর মতে, অধ্যাপক বিনয় ভার্মা এবং আশিস গুপ্ত পরীক্ষায় পাস করার জন্য ছাত্রদের কাছ থেকে ঘুষ নিতেন। তিনি একটি হলফনামা সহ একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন এবং উত্তর প্রদেশের রাজ্যপালের কাছে তা জমা দেন। হলফনামা দিব্যাংশু জানিয়েছেন, ছাত্ররা পরীক্ষার উত্তরপত্রে "জয় শ্রী রাম" স্লোগানের পাশাপাশি রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারদের নামও লেখেন। এরপরও তারা পাস ৫০ শতাংশের বেশি নম্বর নিয়ে পাশ করেন। অভিযোগের পরই রাজ্যপালের কার্যালয় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং গত বছরের ২১ ডিসেম্বর বিষয়টি তদন্তের নির্দেশ দেয়। তারপরই বিষয়টি সামনে আসে।

uttar pradesh
Advertisment