Advertisment

পাহাড়প্রমাণ নোটের বান্ডিলের সঙ্গে সেলফি! স্ত্রী-সন্তানের চক্করে বিরাট বিপাকে পুলিশকর্মী

কোথা থেকে এল এই বিপুল পরিমাণে নগদ?

author-image
IE Bangla Web Desk
New Update
unnao police officer, police officer wife children selfie, police officer selfie bundle of notes, unnao police officer selfie Rs 500 notes, bundles of Rs 500 notes unnao cop

স্ত্রী-সন্তানের চক্করে বিরাট বিপাকে পুলিশকর্মী

খাটের ওপর রাখা নোটের বান্ডিল। আর সেই নগদ টাকার বিশাল স্তূপের মাঝেই সেলফি স্ত্রী ও সন্তানের। ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিপাকে পুলিশকর্মী।

Advertisment

বিপুল পরিমাণ নগদ বান্ডিল সহ পরিবারের তোলা একটি সেলফির জেরে বদলি হয়েছেন এক পুলিশ আধিকারিক।  উত্তর প্রদেশের উন্নাওতে ঘটে যাওয়া এই ঘটনার তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে খাটের ওপর পাহাড় প্রমাণ টাকা, তার সঙ্গেই সেলফি তুলেছেন পুলিশকর্মীর স্ত্রী এবং সন্তানরা। তোলা সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম বিপত্তি। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি অবিলম্বে তাকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে পুলিশ কর্মীর স্ত্রী ও সন্তান ৫০০-এর বান্ডিল নিয়ে পোজ দিচ্ছেন।

পুলিশ আধিকারিকের স্ত্রী এবং দুই সন্তান বিছানায় নগদ ১৪ লাখ টাকা নিয়ে বসে রয়েছেন এই ছবি ভাইরাল হতেই ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। স্টেশন ইনচার্জ রমেশ চন্দ্র সাহানিকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে।

তবে, ছবি প্রসঙ্গে রমেশ চন্দ্র সাহানি বলেছেন যে ছবিটি ১৪ নভেম্বর, ২০২১-এ তোলা হয়েছিল, তিনি একটি পারিবারিক সম্পত্তি বিক্রি করে ওই টাকা নগদ পেয়েছিলেন। ঘটনার বিবরণ দিয়ে এক সিনিয়র পুলিশ অফিসার বলেছেন, "স্টেশন-হাউস অফিসারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এতে ওই আধিকারিকের স্ত্রী এবং তার সন্তানদের বিপূল পরিমাণ নগদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।  আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি এবং ওই পুলিশকর্মীকে পুলিশকে পুলিশ লাইনে বদলি করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।"

uttar pradesh Uttar Pradesh Police
Advertisment