ধর্ষণের অভিযোগে FIR, কয়েক ঘণ্টা পরই অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার

চার বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল বছর কুড়ির যুবকের বিরুদ্ধে।

চার বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল বছর কুড়ির যুবকের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
College student commits suicide in Kalna

হোটেলে রহস্যমৃত্য তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক আধিকারিকের

ধর্ষণের অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টা পরই অভিযুক্তের ঝুলন্ত দেহ উদ্ধার। কানপুরের একটি গ্রামে শনিবার এই ঘটনা ঘটেছে। পাড়ারই এক চার বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল বছর কুড়ির যুবকের বিরুদ্ধে। কিন্তু কয়েক ঘণ্টা পরই একটি গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Advertisment

পুলিশ জানিয়েছে, যুবক ওই শিশুরই আত্মীয়। আত্মঘাতীই হয়েছেন তিনি। কিন্তু কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পায়নি পুলিশ।

গত শনিবার শিশুটির বাবা, পেশায় পুলিশ কনস্টেবল স্থানীয় থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর বাড়ির পাশেই থাকেন সেই যুবক। তাঁর অভিযোগ ছিল, চার বছরের মেয়েকে ধর্ষণ করেছে ওই যুবক। বাবার আরও অভিযোগ, লজেন্সের লোভ দেখিয়ে বাড়ির পিছনে গোয়ালে নিয়ে গিয়ে মেয়েকে ধর্ষণ করে যুবক।

Advertisment

আরও পড়ুন দেশে মোট করোনা সংক্রমণের ৩১ শতাংশই কেরলের

কনস্টেবলের বড় মেয়ে তখন বাড়িতেই ছিলেন। বোনের কান্নার আওয়াজ পেয়ে বাড়ির পিছনে গোয়ালে গিয়ে দেখেন ওই যুবক পালিয়ে যাচ্ছে। এর পর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরের দিন যুবকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন শিশুটির বাবা।

uttar pradesh rape