/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/poorva-exppress-759.jpg)
লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেস। ছবি: টুইটার।
আবারও উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা। এলাহাবাদ-কানপুর শাখায় লাইনচ্যুত হল আপ হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস। শুক্রবার রাত ১২ টা ৫০ মিনিট নাগাদ এলাহাবাদ শাখায় রুমা স্টেশনের কাছে বেলাইন হয় ১২৩০৩ আপ হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস। ট্রেনের ১২টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এ ঘটনায় জখম হয়েছেন ১৪ জন যাত্রী। ট্রেন দুর্ঘটনার জেরে ওই শাখায় বিঘ্নিত রেল পরিষেবা।
রেল সূত্রে জানা গিয়েছে, আহত ১৪ জন যাত্রীর মধ্যে ১১ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩ জন যাত্রীকে কানপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বিশেষ বাসে করে কানপুর সেন্ট্রাল স্টেশনে আনা হয়। এজন্য ৪টি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখান থেকে সকাল ৫টা ৪৫ মিনিটের বিশেষ ট্রেনে তাঁদের দিল্লি পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকেও কানপুর সেন্ট্রাল স্টেশনে আনা হয়েছে।
আরও পড়ুন: চলতি বছরের কিছু ট্রেন দুর্ঘটনা
Kanpur: Morning visuals from the spot where 12 coaches of Poorva Express, plying from Howrah to New Delhi, derailed near Rooma village at around 1 am today. No casualties reported. pic.twitter.com/sFw0jZvVib
— ANI UP (@ANINewsUP) April 20, 2019
CPRO North Central Railways: Restoration of Up line (Howrah to Delhi) line will take time, and may be restored in the evening at around 4 PM. https://t.co/N89Yjv3bgK
— ANI UP (@ANINewsUP) April 20, 2019
রেল দুর্ঘটনার জেরে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। একনজরে জেনে নিন, হেল্পলাইন নম্বরগুলো...
হাওড়া- 26402241, 26402242, 26402243, 26413660
আসানসোল- 03412307648
কানপুর- 0512-1072, 0512-2323015/2323016/2323018
এলাহাবাদ- 0532-1072
তুণ্ডলা- 05612-220337/220338
এটাওয়া- 0568-8266382/8266383
আলিগড়- 0571-2403458
মির্জাপুর-0544-2220095