লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেস, আহত ১৪

এলাহাবাদ-কানপুর শাখায় লাইনচ্যুত হল আপ হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস।এ ঘটনায় জখম হয়েছেন ১৪ জন যাত্রী। ট্রেন দুর্ঘটনার জেরে ওই শাখায় বিঘ্নিত রেল পরিষেবা।

এলাহাবাদ-কানপুর শাখায় লাইনচ্যুত হল আপ হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস।এ ঘটনায় জখম হয়েছেন ১৪ জন যাত্রী। ট্রেন দুর্ঘটনার জেরে ওই শাখায় বিঘ্নিত রেল পরিষেবা।

author-image
IE Bangla Web Desk
New Update
poorva express, পূর্বা এক্সপ্রেস

লাইনচ্যুত পূর্বা এক্সপ্রেস। ছবি: টুইটার।

আবারও উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা। এলাহাবাদ-কানপুর শাখায় লাইনচ্যুত হল আপ হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস। শুক্রবার রাত ১২ টা ৫০ মিনিট নাগাদ এলাহাবাদ শাখায় রুমা স্টেশনের কাছে বেলাইন হয় ১২৩০৩ আপ হাওড়া-নয়া দিল্লি পূর্বা এক্সপ্রেস। ট্রেনের ১২টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এ ঘটনায় জখম হয়েছেন ১৪ জন যাত্রী। ট্রেন দুর্ঘটনার জেরে ওই শাখায় বিঘ্নিত রেল পরিষেবা।

Advertisment

রেল সূত্রে জানা গিয়েছে, আহত ১৪ জন যাত্রীর মধ্যে ১১ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩ জন যাত্রীকে কানপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বিশেষ বাসে করে কানপুর সেন্ট্রাল স্টেশনে আনা হয়। এজন্য ৪টি বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখান থেকে সকাল ৫টা ৪৫ মিনিটের বিশেষ ট্রেনে তাঁদের দিল্লি পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকেও কানপুর সেন্ট্রাল স্টেশনে আনা হয়েছে।

আরও পড়ুন: চলতি বছরের কিছু ট্রেন দুর্ঘটনা

Advertisment

রেল দুর্ঘটনার জেরে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। একনজরে জেনে নিন, হেল্পলাইন নম্বরগুলো...

হাওড়া- 26402241, 26402242, 26402243, 26413660

আসানসোল- 03412307648

কানপুর- 0512-1072, 0512-2323015/2323016/2323018

এলাহাবাদ- 0532-1072

তুণ্ডলা- 05612-220337/220338

এটাওয়া- 0568-8266382/8266383

আলিগড়- 0571-2403458

মির্জাপুর-0544-2220095

indian railway national news