সামান্য এক জোগাড় মিস্ত্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি কোটির লেনদেন। আয়কর নোটিস পেয়ে চক্ষু চড়কগাছ। উত্তর প্রদেশের বস্তি জেলার বাতানিয়া গ্রামের শিব প্রসাদ নিষাদের বাড়িতে আয়কর দফতরের নোটিস। নোটিস পৌঁছানোর পরই আলোড়ন সৃষ্টি হয়। শিবপ্রসাদ দিল্লিতে মার্বেল মিস্ত্রির কাজ করেন। প্রতিবেশীর কাছে আয়কর দফতরের চিঠির বয়ান শুনে পায়ের তলায় মাটি সরে যায় পরিবারের সদস্যদের। আয়কর দফতরের বিজ্ঞপ্তিতে শিবপ্রসাদ নিষাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২২১ কোটি টাকার লেনদেন দেখানো হয়েছে।
নোটিশে ২০ অক্টোবরের মধ্যে সব কাগজপত্রসহ আয়কর দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এত বিপুল পরিমাণ অর্থ লেনদেনের খবরে চোখ কপালে পরিবারের সদস্যদের। দিল্লিতে জোগাড়ের কাজ ছেড়ে শিবপ্রসাদ বিষয়টি জানতে পেরে গ্রামের বাড়িতে ফিরে আসেন। আয়কর বিভাগে পৌঁছানোর পরে, শিব প্রসাদ আয়কর আধিকারিকের সঙ্গে দেখা করে বললেন, স্যার, আমি একজন সামান্য শ্রমিক হিসাবে কাজ করি, আমি মার্বেলের কাজ করে প্রতিদিন ৫০০ টাকা পাই। কীভাবে এত টাকা লেনদেন হয়েছে এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। ওই শ্রমিক জানান, কেউ তার প্যান কার্ডের অপব্যবহার করেছে।
কোটি কোটি টাকার লেনদেন নিয়ে তৎপর হয়ে উঠেছে আয়কর ও পুলিশ ।কোটি কোটি টাকার লেনদেনের তদন্ত শুরু করেছে আয়কর ও পুলিশ। এএসপি দীপেন্দ্র চৌধুরী বলেন, বিষয়টির তথ্য পাওয়ার পর যে অ্যাকাউন্ট থেকে এত বড় অঙ্কের লেনদেন হয়েছে তা তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।