আরও বিপাকে মহম্মদ জুবের, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ লখিমপুর আদালতের

গত বছর দুই গোষ্ঠীর মধ্যে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল লখিমপুরে।

mohammed zubair arrst, alt news co founder arrest, mohammed zubair tweet case, mohammed zubair news, indian express

আরও বিপাকে অল্ট-নিউজের সহ-কর্ণধার মহম্মদ জুবের। লখিমপুর খেরির স্থানীয় আদালত সোমবার ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল সাংবাদিককে। গত বছর দুই গোষ্ঠীর মধ্যে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল লখিমপুরে। বর্তমানে জুবেরের ঠিকানা সীতাপুর জেল। এদিন, জেল থেকেই ভিডিও কনফারেন্সে শুনানিতে যোগ দেন জুবের।

সোমবার আদালতে পুলিশ ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। কিন্তু বিচারক রুচিরা শ্রীবাস্তব ভিডিও কনফারেন্সে শুনানিতে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৩ জুলাই পুলিশ হেফাজতের আবেদন শুনবে আদালত। ততদিন জেলেই থাকতে হবে জুবেরকে। পুলিশ সুপার সঞ্জীব সুমন জানিয়েছেন, জুবেরকে মঙ্গলবার দিল্লি নিয়ে যাওয়া হবে সুপ্রিম কোর্টে শুনানির জন্য।

গত বছর আদালতের নির্দেশে জুবেরের বিরুদ্ধে লখিমপুর খেরিতে মামলা দায়ের হয়। গত শুক্রবার স্থানীয় নিম্ন আদালতের দ্বারস্থ হয় পুলিশ। জুবেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন নিয়ে। তার পর সেটি সীতাপুর জেলা কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন আপাতত কোনও পদক্ষেপ করবেন না স্পিকার, সুপ্রিম নির্দেশে স্বস্তি উদ্ধব-শিণ্ডে শিবিরের

পুলিশ জানিয়েছে, আশিস কুমার কাটিয়ার নামে স্থানীয় এক সাংবাদিক গত বছর ১৮ সেপ্টেম্বর মহম্মাদি থানায় জুবেরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কাটিয়ারের দাবি ছিল, সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করতে জুবেরের অল্ট নিউজ ভুয়ো খবর পরিবেশন করে তাঁর চ্যানেলের কনটেন্ট নিয়ে।

প্রথমে পুলিশ কাটিয়ারের অভিযোগকে গুরুত্ব না দেওয়ায় পরে আদালতের দ্বারস্থ হন তিনি। এর পর আদালতের নির্দেশে জুবেরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় এফআইআর দায়ের হয়।

উল্লেখ্য, গত ৮ জুলাই সুপ্রিম কোর্ট শর্তসাপেক্ষে জুবেরকে ৫ দিনের অন্তর্বর্তী জামিন দেয়। কিন্তু তা-ও জেলমুক্তি হয়নি তাঁর। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আনছে পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Up lakhimpur kheri court sends alt news co founder mohammed zubair to 14 day judicial custody

Next Story
নয়া সংসদ ভবনের ছাদে বসল বিরাট অশোক স্তম্ভ, উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
Exit mobile version