বাগেশ্বর ধামের 'স্বঘোষিত গডম্যান' ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ রবিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার (গ্রামীণ) রাজ কুমার আগরওয়াল বলেছেন, "সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে একটি পোস্টে ধীরেন্দ্র শাস্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার জন্য আমরা আনাস আনসারিকে গ্রেফতার করেছি।"
আগের দিন হাফিজগঞ্জ থানায় একটি স্থানীয় হিন্দু গোষ্ঠীর সদস্য সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে এফআইআর দায়ের করার পরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এই মর্মে হিন্দু সংগঠনগুলির তরফে সোশ্যাল মিডিয়া সাইটে একটি অভিযোগ পোস্ট করা হয়েছে।
উত্তরপ্রদেশের বেরেলিতে আনাস আনসারি নামে এক যুবককে বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। সনাতন ধর্ম ও প্রচারক ধীরেন্দ্র শাস্ত্রীকে নিয়ে করা বিতর্কিত পোস্টে হিন্দু সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ বেড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে হিন্দু সংগঠনগুলি। অভিযোগে বলা হয়েছে পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীকেও হত্যার হুমকি দিয়েছেন ওই যুবক। এই বিষয়ে হিন্দু জাগরণ মঞ্চ ও বিশ্ব হিন্দু পরিষদের তরফে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।
বিতর্কিত পোস্টের স্ক্রিনশট টুইট করে, বেরেলি পুলিশ, আইজি, এডিজি এবং ডিজিপিকে ট্যাগ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়। এসপি দেহাত রাজকুমার আগরওয়াল জানিয়েছেন যে আনাস আনসারি নামে এক যুবক সনাতন ধর্ম এবং পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছেন এবং তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে হাফিজগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার করা হয়েছে।