গোহত্যার গুজব নিয়ে অশান্তিতে মৃত্যু হল দুই ব্যক্তির। মৃতদের মধ্যে একজন পুলিশ। উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘটনা।
বিক্ষোভকারীরা স্থানীয় থানায় প্রতিবাদ করতে এসে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তখনই গুলি চালায় পুলিশ। তাতেই নিহত হন এক ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিককে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, "এক পুলিশ ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। নিহত পুলিশের নাম সুবোধ ভার্মা, গুলিতে জখম হওয়ার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে"।
বুন্দেলশহরের জেলাসাশক জানিয়েছেন, রাস্তার ওপর পড়ে থাকা এক গরুর দেহ স্থানীয়দের চোখে পড়তেই অশান্তির শুরু। ঘটনাস্থলে পুলিশ পৌঁছনোর পর পুলিশকে লক্ষ করে একদল ব্যক্তি পাথর ছুড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়, যার জেরে থানায় হামলা করে স্থানীয়রা।
অশান্তি বাড়তে থাকলে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলাশাসক এবং উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। "স্থানীয়দের আক্রমণে মৃত্যু হয় এক পুলিশকর্মীর। পরে পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিকে মিরাট হাসপাতালে নিয়ে যাওয়ার খানিক বাদেই মৃত্যু হয় ওই ব্যক্তির", জানিয়েছেন বুন্দেলশহরের অতিরিক্ত জেলাশাসক।
Read the full story in English