Advertisment

মীরাটে ওয়েইসির গাড়িতে হামলা, চার রাউন্ড গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা

গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Asaduddin owaisi

উত্তরপ্রদেশের মীরাটে মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসির উপর হামলা।

উত্তরপ্রদেশের মীরাটে মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসির উপর হামলা। নির্বাচনী প্রচার সেরে দিল্লি ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এমনই অভিযোগ মিম প্রধানের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মীরাটে। ঘটনার তদন্তে নেমেছে হাপুর থানার পুলিশ।

Advertisment

নিজের গাড়িতে বুলেটের চিহ্ন দেখিয়ে ছবি টুইট করেছেন ওয়েইসি। লিখেছেন, "কিছুক্ষণ আগে ছাজর্সি টোল গেটের কাছে আমার গাড়িতে গুলি করা হয়েছে। চার রাউন্ড গুলি ছুঁড়ে পালায় দুষ্কৃতীরা। তিন-চারজন ছিল। বন্দুক ফেলেই তারা পালিয়েছে। আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। পরে অন্য গাড়িতে আমি দিল্লি ফেরত যাই। আমরা সবাই সুরক্ষিত আছি।"

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে হায়দরাবাদের সাংসদের নয়াদিল্লির কড়া সুরক্ষা বলয়ে থাকা অশোকা রোডের বাসভবনে হামলা করে হিন্দু সেনার সদস্যরা। বাড়ি ভাঙচুর করা হয়, বাড়ির দরজা-জানালা ভেঙে দেওয়া হয়। বাড়ির নেমপ্লেট খুলে, কুঠার ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ ওঠে। সাংসদকে জিহাদি বলে হিন্দু সেনা এই হামলা চালায় বলে অভিযোগ।

আরও পড়ুন ফের ৪২-এ-৪২ এর ডাক, কোন সমীকরণে স্বপ্ন দেখছেন তৃণমূল সুপ্রিমো মমতা?

এবার উত্তরপ্রদেশ নির্বাচনে হাইভোল্টেজ প্রচার চালাচ্ছে শাসক-বিরোধী সব দল। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশে যান মিম প্রধান। কিন্তু ফেরার পথে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

UP Elections 2022 Asaduddin Owaisi AIMIM
Advertisment