'শিক্ষকরা রিল বানায়, ক্লাসে পড়াশোনা করান না,' খোদ ডিএমের কাছে অভিযোগ কচিকাঁচাদের। সোশ্যাল মিডিয়া জুড়েই রিলের দাপট। তরুণ প্রজন্মের একটা বড় অংশ রিলের নেশায় বুঁদ। এবার সেই তালিকায় যুক্ত হলে স্কুলের শিক্ষিকা। ইন্সটা রিল তৈরিতে এতটাই মগ্ন ছিলেন তিনি যে তাঁর পাশাদারিত্বের কথাও ভুলে গিয়েছিলেন।
সোশ্যাল মিডিয়ার এই যুগে শিক্ষিকারা ক্লাসেই রিল তৈরিতে মগ্ন। আর সেই রিল ভিডিও লাইক-শেয়ার না করলে ছাত্রদের দেখে নেওয়ার হুমকি। উত্তরপ্রদেশের একটি সরকারি স্কুলের এই ঘটনা সামনে আসতেই তা নিয়ে নিন্দার ঝড় দেশ জুড়ে। স্কুলের শিক্ষিকার সোশ্যাল মিডিয়া স্টার হয়ে ওঠার নেশায় এতটাই মজেছিলেন যে ক্লাসরুমে রিল তৈরি করে সেই ভিডিও তারা ছাত্রদের লাইক এবং শেয়ার করতে বাধ্য করেন বলেই অভিযোগ। অভিভাবকরা বিষয়টি জানতে পেরে সরাসরি ডিএম-এর কাছে অভিযোগ জানাতে হাজির হন।
অভিযোগে স্কুলের কচিকাঁচারা জানিয়েছেন শিক্ষিকা প্রতিদিন স্কুলে রিল তৈরি করতেন। আর এক শিক্ষক সেই ভিডিও ক্যামেরায় রেকর্ড করতেন। ছাত্রদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে পোস্টগুলি লাইক এবং শেয়ার করতে এবং তার অ্যাকাউন্টে সাবস্ক্রাইব করতে বাধ্য করেছিলেন ওই শিক্ষিকা। 'রবিপূজা'-নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই রিলগুলি আপলোড করা হয়েছে।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে বাধ্য করা নিয়ে অভিভাবকরা সরাসরি জেলা শাসকের সঙ্গে যোগাযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। পড়ুয়ারা জানিয়েছে, ভিডিও লাইক ও শেয়ার করার জন্য চাপ দেন শিক্ষিকা। না করলে তিনি আমাদের মারধরের হুমকিও দেন।