Advertisment

মর্মান্তিক! শববাহী গাড়ি না মেলায় ছেলের মৃতদেহ ঠেলাগাড়িতে চাপিয়ে শ্মশানের পথে বৃদ্ধা মা

এক ভিডিও দেশ জুড়ে আলোড়ণ ফেলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Meerut, Meerut News, Meerut updates, Meerut latest news, Meerut Woman carries dead on cart, Meerut Woman carries dead on cart news, Meerut Woman carries dead on cart latest news, Meerut Woman carries dead on cart

এক ভিডিও দেশ জুড়ে আলোড়ণ ফেলেছে।

তোলপাড় ফেলা ঘটনা। একদিকে যখন দেশ সেজে উঠেছে জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য ঠিক তার আগেই এক ভিডিও দেশ জুড়ে আলোড়ণ ফেলেছে। ঠেলাগাড়িতে ছেলের মৃতদেহ চাপিয়ে শ্মশানের দিকে হেঁটে যাচ্ছেন বৃদ্ধা মা। এই ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়। অভিযোগ মৃতদেহ বহনকারী গাড়ি না মেলায় ঠেলা গাড়িতেই ছেলের মৃতদেহ চাপিয়ে শেষকৃত্যে জন্য শ্মশানের দিকে হেঁটে যাচ্ছেন ওই বৃদ্ধা। যোগী রাজ্যের এই ঘটনা ভাইরাল হতেই স্বাস্থ্য ব্যবস্থার বেআব্রু চিত্র ফের একবার প্রকাশ্যে।

Advertisment

ভিডিওটি ভাইরাল হওয়ার পরে, মিরাটের চিফ মেডিক্যাল অফিসার ডাঃ অখিলেশ মোহন শববাহী গাড়ি কেন অমিল ছিল তা খতিয়ে দেখতে  তদন্তের নির্দেশ দিয়েছেন।

উত্তরপ্রদেশের মিরাটের এক বৃদ্ধা ছেলের মৃতদেহ একটি ঠেলা গাড়িতে চাপিয়ে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে চলেছেন। শ্মশানে যাওয়ার জন্য শববাহী গাড়ি না পাওয়ার কারণেই এই পথ বেছে নিতে হয় ওই বৃদ্ধাকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে যে মহিলাটি তার ছোট ছেলের সঙ্গে একটি ঠেলা গাড়িতে বড় ছেলের মৃতদেহ চাপিয়ে নিয়ে হেঁটে চলছেন। রাস্তার মানুষজনের কাছে ছেলের শেষকৃত্যর জন্য সাহায্যর অনুরোধ করছেন তিনি।

জানা গিয়েছে মৃত যুবকের নাম রাজু, মঙ্গলবার মৃত্যু হয় তার। রাজুর মরদেহ শ্মশানে নিয়ে যাওয়ার মতো কোন শববাহী গাড়ি না পেয়ে বৃদ্ধা তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একটি ঠেলা গাড়ি করেই রাজুর মরদেহ শ্মশানের পথে হেঁটে চলেন।  

রাস্তায় মানূষজনের কাছে বৃদ্ধাকে কিছু আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করতেও দেখা গিয়েছে। এরপর কিছু দূরে এক পুলিশ স্টেশনে গিয়ে সাহায্যের আবেদন করেন ওই বৃদ্ধা। সাব-ইন্সপেক্টর অমিত কুমার মালিক সাহায্যের হাত বাড়িয়ে দেন। টাকার জোগাড় করে মৃত ছেলের দেহ সৎকারে এগিয়ে আসেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে পরিবারটি ইটাওয়া জেলার বাসিন্দা এবং কাজের খোঁজে সম্প্রতি মিরাটে আসে।

yogi adityanath
Advertisment