/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-58.jpg)
মোদী হ্যায় তো মুমকিন হ্যায়! ভাইব্রেন্ট গুজরাট সামিটে মুকেশ আম্বানি মুখে নমো নমো
বুধবার থেকে গান্ধীনগরে শুরু হল দশম ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিট। ২০০৩ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে এই সামিটের সূচনা করেন নরেন্দ্র মোদী। তারপর এই সামিটের হাত ধরে শিল্প-বাণিজ্য ক্ষেত্রে বিশেষ অগ্রগতি লাভ করে এই রাজ্যে। আজ মোদীর হাত ধরেই রাজধানী গান্ধীনগরে শুরু হয়েছে ভাইব্রেন্ট গুজরাট সামিট। এবারের সামিটে যোগ দিয়েছে মোট ৩৪ টি দেশ এবং ১৬টি অংশীদার সংগঠন।
২০০৩ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে এই সামিটের সূচনা করেন নরেন্দ্র মোদী। তারপর এই সামিটের হাত ধরে শিল্প-বাণিজ্য ক্ষেত্রে বিশেষ অগ্রগতি লাভ করে এই রাজ্য। এবারের সামিটে যোগ দেবে মোট ৩৪ টি দেশ এবং ১৬টি অংশীদার সংগঠন। এই সামিটের প্রধান ভাবনা হল, ‘গেটওয়ে টু দ্য ফিউচার’। এবার এই মঞ্চ থেকে উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগের ব্যাপারে জোর দেওয়া হবে বলে সূত্রের খবর।
বুধবার দশম ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীনগরের মহাত্মা মন্দির কনভেনশন সেন্টারে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ১০ থেকে ১২ জানুয়ারী পর্যন্ত সম্মেলনের ১০ তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে ৩৪টি দেশ ও ১৬টি সংস্থা অংশ নিচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধান অতিথি হিসেবে 'ভাইব্রেন্ট গুজরাট সামিট'-এ অংশ নিতে ৯ জানুয়ারি ভারতে এসেছেন। এছাড়াও, দুবাইতে COP28 সম্মেলনে মোদীর সফরের পর ভাইব্রেন্ট গুজরাট সামিটে ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
#WATCH | UAE President Mohamed bin Zayed Al Nahyan address the Vibrant Gujarat Global Summit 2024 at Mahatma Mandir Convention & Exhibition Centre in Gandhinagar. pic.twitter.com/aZO9N00SyU
— ANI (@ANI) January 10, 2024
'ভাইব্রেন্ট গুজরাট সামিট' কী?
ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের দশম সংস্করণ ১০ থেকে ১২ জানুয়ারি গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত হচ্ছে। এবারের থিম ‘গেটওয়ে টু দ্য ফিউচার’। এই সংস্করণটি 'সাফল্যের শিখর হিসাবে প্রাণবন্ত গুজরাটের ২০ বছর' উদযাপন করবে। এই বছরের শীর্ষ সম্মেলনের জন্য ৩৪টি অংশীদার দেশ এবং ১৬টি অংশীদার সংস্থা রয়েছে।
ভাইব্রেন্ট গুজরাট ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট নামেও পরিচিত এবং এটি গুজরাটে অনুষ্ঠিত একটি দ্বিবার্ষিক বিনিয়োগকারীদের বিশ্বব্যাপী ব্যবসায়িক ইভেন্ট। এটি গুজরাটের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরাম হয়ে উঠেছে।
#WATCH | Vibrant Gujarat Global Summit 2024 | Adani Group Chairperson Gautam Adani says, "We are expanding the green supply chain for an Aatmanirbhar Bharat and creating the largest integrated, renewable energy ecosystem...Over the next five years, the Adani group will invest… pic.twitter.com/xTOYG5GMYp
— ANI (@ANI) January 10, 2024
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌতম আদানি। আগামী ৫ বছরে তিনি ২ লক্ষ কোটির বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। ২০৩৬ অলিম্পিক নিয়ে বিরাট বার্তা দিয়েছেন মুকেশ আম্বানি। তিনি বলেছেন ২০৩৬-এ ভারত অলিম্পিকের আয়োজক দেশ হতে চলেছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (আরআইএল) চেয়ারম্যান মুকেশ আম্বানি বুধবার ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ ভাষণ দিয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন। আম্বানি বলেছিলেন যে "প্রধানমন্ত্রী মোদী যখন কথা বলেন, তখন সারা বিশ্ব তা মনযোগ সহকারে শোনে"। গান্ধীনগরে ভাইব্রেন্ট গুজরাট সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায়, আম্বানি প্রধানমন্ত্রী মোদীকে ভারতের ইতিহাসে সবচেয়ে সফল প্রধানমন্ত্রী হিসাবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, “ভারত অলিম্পিক আয়োজনের উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য আমাদের প্রচেষ্টায় কোনো খামনি থাকবে না। সেই সঙ্গে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর তরফে গুজরাটে বিরাট বিনিয়োগের বার্তা দিয়েছেন।
এই মেগা ইভেন্টের থিম 'গেটওয়ে টু দ্য ফিউচার'। ৩৪টি অংশীদার দেশ এবং ১৬টি অংশীদার সংস্থা এই শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। এছাড়া ১৩৬টি দেশের কূটনীতিক, ব্যবসায়ী ও মন্ত্রীরাও অংশ নেবেন। মাইক্রোসফট, নাসডাক, গুগল, সুজুকির মতো অনেক বড় কোম্পানির সিইওরা এই সম্মেলনে অংশ নেবেন। গৌতম আদানি, মুকেশ আম্বানি এবং নটরাজন চন্দ্রশেকারনের মতো ভারতীয় শিল্পপতিরাও এতে অংশ নেবেন।