ঝাডুদার মাকে চমকে দিয়ে UPSC পাহাড় প্রমাণ সাফল্য ছেলের। আর সেই কাহিনী লাখো মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।
UPSC-জীবনের সকল পরীক্ষার মধ্যে অন্যতম কঠিন এক পরীক্ষা। প্রতিবছর হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় বসলেও সাফল্যের সংখ্যাটা হাতে গোনা। এমন অনেক পরীক্ষার্থী ও তাদের জীবন সংগ্রাম কাহিনী মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় সামনে আসে যা সকলের চোখে জল এনে দেয়। পাশাপাশি আগামীদিনে বেঁচে থাকার অনুপ্রেরণা জোগায়।
তাদের মধ্যেই একজন থানের প্রশান্ত সুরেশ ভোজনে। মা সামান্য সাফাইকর্মী। আর ছেলে UPSC-তে দারুণ রেজাল্ট করে সকলকে চমকে দিয়েছেন। ৩২ বছর বয়সী প্রশান্তের সবসময় ফোকাস ছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় পাস করে দেশের একজন আমলা হওয়া। কিন্তু যে সংসারে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে আর যাই হোক, ছেঁড়া কাথায় শুইয়ে লাখ টাকার স্বপ্ন দেখাটা স্রেফ বিলাসিতা। তবে অদম্য জেদ আর কঠোর অনুশীলনের জেরে যে সাফল্য আদায় করা সম্ভব তা প্রমাণ করে দিয়েছেন প্রশান্ত।
মঙ্গলবার প্রকাশিত ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় ৮৪৯ তম র্যাঙ্ক করে সমাজের কাছে এক দৃষ্টান্ত গড়েছে প্রশান্ত। তিনি জানিয়েছেন, ছোট থেকে অনেক অসুবিধার মধ্যে থেকে তিনি তার পড়াশুনা চালিয়ে গিয়েছেন। প্রথম বেশ কয়েকবার চেষ্টা করলেও পাস করতে পারেন নি তিনি। অবশেষে নবম প্রচেষ্টায় আসে এই সাফল্য ।
প্রশান্তের মা থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনে (টিএমসি) এক সামান্য সাফাই কর্মী হিসেবে কাজ করেন। আর বাবা পুরসভার একজন গ্রুপ ডি'র স্টাফ। ছেলের সাফল্য প্রসঙ্গে মা বলেছেন, ছেলে ইঞ্জিনিয়ারিং করেছে কিন্তু বরাবরই ছেলের ইচ্ছে ছিল আমলা হওয়ার। তিনি সবসময় আইএএস অফিসার হতে চেয়েছিলেন।
ভোজনে জানান, তিনি ২০১৫ সাল থেকে সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি শুরু করেন। সাফল্যের প্রসঙ্গে প্রশান্ত বলেন, 'আমি বিশ্বাস করেছিলাম যে একদিন আমি আমার লক্ষ্য অর্জন করব'। তাঁর বাবা জানান, ছেলে সর্বভারতীয় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তিনি খুবই আনন্দিত। আগে আমি মনে করতাম এভাবে পড়াশুনার জন্য সময় নষ্ট না করে ওর চাকরি করা উচিত, কিন্তু এখন আমি মনে করি ও যা সিদ্ধান্ত নিয়েছে তা একেবারেই সঠিক ছিল'।