/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/hacked.jpg)
সোমবার সন্ধ্যায় সরকার কর্তৃক পরিচালিত ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউ.পি.এস.সি) পরীক্ষার ওয়েবসাইট হ্যাক করা হয়। হোমপেজে একটি হার্ট চিহ্নর সঙ্গে জনপ্রিয় কার্টুন চরিত্র ডোরেমনের আঘাত লাগা ছবি দিয়ে দেওয়া হয়। এবং ছবির মাধ্যমে ডোরেমনকে ফোন তোলার কথা বলা হচ্ছে। নিচে লেখা আছে “I.M. STEWPEED”। এই জাপানি কার্টুনের ব্যাকগ্রাউন্ডে বাজছে ডোরেমন কার্টুনের টাইটেল ট্র্যাক।
কয়েকজন পরীক্ষার্থী ওয়েবসাইটে ঢোকেন ফর্ম ফিল আপের নোটিফিকেশন দেখার জন্য। তখনই তাঁদের চোখে পড়ে এই কান্ডকারখানা। মধ্যরাতে টুইটারে ওই ওয়েবসাইটের স্ক্রিনশটগুলি পোস্ট করা শুরু হয়। আজ সকালবেলা সংস্থা দ্বারা পুনরায় ঠিক করা হয়েছে ওয়েবসাইটটি। এখন খতিয়ে দেখা হচ্ছে কারা কী কারণে এই কর্মটি করেছে।
Website Of #upschacked@PMOIndia@IASassociation@IPS_Association@narendramodi@DoPTGoI take a look pic.twitter.com/Ek4avfz2TS
— Rohit kumar (@rkrohit_rk) September 10, 2018
LMAO????????#UPSC official government site hacked xDhttps://t.co/wv8nXImsVO#upschackedpic.twitter.com/25R4uUnLiM
— Aman Dutt (@adgamerx7) September 10, 2018
এর আগেও একবার সরকারি ওয়েবসাইট হ্যাক হতে দেখা গেছে। আইআইটি-মাদ্রাস ওয়েবসাইট থেকে সুপ্রীম কোর্টের ওয়েবসাইট হ্যাকাররা কয়েক ঘণ্টার জন্য বাজেয়াপ্ত করে নিয়েছিল।
ইউপিএসসির সিভিল সার্ভিস মেন পরীক্ষার অ্যডমিট কার্ড প্রকাশিত হয়েছে। অন্যদিকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রেন্স টেস্ট (NEET) পিজি এবং MDS পরীক্ষার তারিখ ঘোষণা করল কর্তৃপক্ষ। দ্য ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশন তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার তারিখ এবং অন্যান্য বিস্তারিত বিবরণ প্রকাশ করেছে আজই। MDS পরীক্ষা হবে ১৪ ডিসেম্বর, ২০১৮ এবং পিজি ২০১৯ পরীক্ষা হবে ২০১৯-এর ৬ জানুয়ারী।Foreign Medical Graduate Examination FMGE 2019 পরীক্ষা হবে পাশাপাশি DNB পোস্ট ডিপ্লোমা CET (DNB-PDCET) ২০১৯ পরীক্ষা হবে ১৪ ডিসেম্বর।