Advertisment

'স্টপগ্যাপ' বিল অনুমোদন, শেষ মুহূর্তের পদক্ষেপে শাটডাউন কাঁটা থেকে রেহাই মিলল মার্কিন সরকারের

১৯৮১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ টি 'শাটডাউন' হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"US, US news, US latest news, US government shutdown news, US government shutdown news update, US Congress, US Congress latest news, US Congress news update",

'স্টপগ্যাপ' বিল অনুমোদন, শেষ মুহূর্তের পদক্ষেপে শাটডাউন কাঁটা থেকে রেহাই মিলল মার্কিন সরকারের

মার্কিন কংগ্রেস স্টপগ্যাপ তহবিল বিল অনুমোদন করেছে। শেষ মুহূর্তের পদক্ষেপের ফলে মার্কিন সরকারের শাটডাউন এড়ানো সম্ভব হয়েছে। মার্কিন সেনেট 'শাটডাউন' স্থগিত করার একটি প্রস্তাব পাস করেছে। রিপাবলিকান পার্টির সাংসদরা ক্রমাগত খরচ কমানোর দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করে চলছিল। সেই কারণেই সরকারের অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। দাবি পরিত্যাগ করার পর মার্কিন কংগ্রেস স্টপগ্যাপ তহবিল বিল অনুমোদন করে। তবে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিনেটে বিভ্রান্তি রয়েছে। মার্কিন কংগ্রেস শেষ মিনিটে স্টপগ্যাপ তহবিল বিল অনুমোদন করেছে, যার কারণে 'শাটডাউন' এড়ানো সম্ভব হয়েছে।

Advertisment

মার্কিন সরকারের শাটডাউনের হুমকি যেটি আজ অর্থাৎ ১ অক্টোবর হওয়ার কথা ছিল, অল্পের জন্য তা এড়ানো সম্ভব হয়েছে। স্রেফ একটা বিল পাস হওয়াতেই অল্পের জন্য রক্ষা পেল বাইডেন সরকার। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ সিনেট ফেডারেল সরকারকে ৪৫ দিনের জন্য তহবিল দেওয়ার বিলটি অনুমোদন করেছে। এর জন্য, স্টপগ্যাপ ফান্ডিং বিল পাস করা হয়েছে। সেনেট হাউসে ভোটাভুটিতে ৩৩৫-৯১ ভোটের ব্যবধানে পাস হয়েছে এই বিল। এই বিল সিনেট থেকে অনুমোদন পাওয়ার পর, এখন অন্তত ১৭ নভেম্বর পর্যন্ত শাটডাউনের হুমকি এড়ানো সম্ভব হয়েছে। এমন অভিযোগ সামনে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানদের কয়েকজন সাংসদের কারণেই সরকারের অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: < ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ, বন্ধ করে দেওয়া হল আফগান দূতাবাস >

মার্কিন ফেডারেল সরকারে,কংগ্রেস প্রতি অর্থবছরে ৪৩৮ টি সরকারি সংস্থার জন্য তহবিল বরাদ্দ করে, যা্র মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হয়। প্রতি অর্থবর্ষের শুরুতে সংসদ সদস্যরা এই বিল পাস না করলে সরকারি সংস্থাগুলোর কাছে কাজ করার টাকা অমিল হয়ে পড়ে ফলে একাধিক উন্নয়নমূলক কার্যক্রম বন্ধ করে দিতে হয়। আইন প্রণেতা এবং ডানপন্থী রিপাবলিকান নেতাদের মধ্যে বিরোধের কারণে তহবিল প্রস্তাবটি সেনেটে আলোচনা করা সম্ভব হয়নি। ফলে সৃষ্টি হয় মার্কিন সরকারে শাটডাউনের পরিস্থিতি। ১৯৮১ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ১৪ টি 'শাটডাউন' হয়েছে, যদিও কিছু মাত্র এক বা দুই দিনের জন্য তা স্থায়ী হয়েছে। এর আগে ডিসেম্বর ২০১৮ থেকে জানুয়ারী ২০১৯ এর মধ্যে ৩৪ দিনের জন্য 'শাটডাউন' ছিল।

আরও পড়ুন: < ‘উশৃঙ্খল আচরণ’! গুরুদ্বারে ভারতীয় হাইকমিশনরকে হেনস্থার ঘটনার চরম নিন্দা >

শাটডাউন থাকলে, ফেডারেল সরকারের অধীনে অনেক কর্মচারীর বেতন সাময়িক ভাবে বন্ধ রাখতে হত। অনেক ধরনের কর্মসংস্থান বন্ধ হয়ে যেত। তবে, 'অত্যাবশ্যকীয় পরিষেবায়' কর্মরত কর্মচারীরা কাজ চালিয়ে যেতেন। তবে তাদের কম বেতন দেওয়া হত বা তাদের বেতন পিছিয়ে দেওয়া হত। তবে বিশেষজ্ঞরা মনে করেন, শাটডাউন মাত্র কয়েক দিনের জন্য থাকলে খুব একটা প্রভাব তাতে পড়ে না। তবে প্রায় দুই সপ্তাহ থাকলে, ফেডারেল কর্মচারীরা বেতন না পেলে বৃহত্তর অর্থনীতিতে তার প্রভাব পড়বে।

USA Biden
Advertisment