Advertisment

Gurpatwant Singh Pannun murder: নিখিল গুপ্তার আবেদনে বাইডেন সরকারের জবাব চাইল আদালত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

আইনজীবী জানান, নিখিল গুপ্তকে দীর্ঘদিন ধরে নির্জন কারাগারে রাখা হচ্ছে। আদালতের আরও বলা হয়েছে যে নিখিল গুপ্তা শেষবার ২০১৭ সালে আমেরিকায় এসেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
urpatwant Pannun,Joe Biden,Khalistan,Khalistani,NIKHIL GUPTA,NY COURT,US,খালিস্তান,খালিস্তানি জঙ্গি,গুরপতওয়াত সিং পান্নুন,নিখিল গুপ্তা"

আইনজীবী জানান, নিখিল গুপ্তকে দীর্ঘদিন ধরে নির্জন কারাগারে রাখা হচ্ছে। আদালতের আরও বলা হয়েছে যে নিখিল গুপ্তা শেষবার ২০১৭ সালে আমেরিকায় এসেছিলেন।

নিখিল গুপ্তার আইনজীবীদের দায়ের করা আবেদনের জবাব দিতে সরকারকে নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। এমন পরিস্থিতিতে বড় স্বস্তি পেতে পারেন নিখিল গুপ্তা।

Advertisment

গুরপতওয়াত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun) মামলায় এবার হস্তক্ষেপ করল মার্কিন আদালত। নিউ ইয়র্কের একটি আদালতের তরফে জানানো হয়, খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনকে খুনের চক্রান্তের বিষয়ে নিখিল গুপ্তার হাত রয়েছে বলে ভারতীয় নাগরিককে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ, সে বিষয়ে বাইডেন সরকারকে নিজের মত প্রকাশ করতে হবে। নিখিল গুপ্তার হয়ে ভারতীয় আইনজীবীর তরফে যে পিটিশন দায়ের করা হয়েছে, সে বিষয়ে যাতে বাইডেন সরকারের তরফে নিজেদের যুক্তি প্রকাশ করে, সেই নির্দেশ দেওয়া হয় নিউ ইয়র্কের আদালতের তরফে।

আমেরিকায় খালিস্তানি নেতা গুরুপতবন্ত সিং পান্নুকে হত্যার মূল ষড়যন্ত্রকারী নিখিল গুপ্ত শীঘ্রই স্বস্তি পেতে পারেন। নিখিল গুপ্তার আইনজীবীদের করা আবেদনের জবাব দিতে সরকারকে নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। আমেরিকায় খালিস্তানি সন্ত্রাসী গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে চেক প্রজাতন্ত্রের কারাগারে বন্দী ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আদালতের এই দাবি করেছেন নিখিল গুপ্তের আইনজীবী। আইনজীবী জানান, নিখিল গুপ্তকে দীর্ঘদিন ধরে নির্জন কারাগারে রাখা হচ্ছে। আদালতের আরও বলা হয়েছে যে নিখিল গুপ্তা শেষবার ২০১৭ সালে আমেরিকায় এসেছিলেন।

গত বছরের নভেম্বরে, ফেডারেল প্রসিকিউটর নিখিল গুপ্তার বিরুদ্ধে (৫২) আমেরিকায় খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন। নিখিল গুপ্তা ভারত সরকারের এক শীর্ষ সরকারি কর্মচারীর সঙ্গে মিলে আমেরিকায় পান্নুকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন বলে অভিযোগ রয়েছে। গত বছরের ৩০ জুন চেক প্রজাতন্ত্রের প্রাগে গ্রেফতার হন গুপ্তা। এরপর থেকে তিনি প্রাগের জেলে বন্দী এবং নিখিল গুপ্তাকে আমেরিকায় হস্তান্তরের জন্য আমেরিকার পক্ষ থেকে চেষ্টা চলছে। নিখিল গুপ্তার মার্কিন আইনজীবী নিউইয়র্কের দক্ষিণ জেলা আদালতে একটি প্রস্তাব পেশ করেন। মার্কিন জেলা জজ ভিক্টর ম্যারেরো তিন দিনের মধ্যে সরকারকে জবাব দেওয়ার নির্দেশ দেন।

প্রস্তাবটি দাবি করা হয়েছে আদালত ফেডারেল প্রসিকিউটরকে অবিলম্বে অভিযোগের সঙ্গে সম্পর্কিত প্রাসঙ্গিক নথি সরবরাহ করার নির্দেশ দেয়। আদালতে বলা হয়েছে যে নিখিল গুপ্তার পরিবারকেও খুব কমই তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে। উপরন্তু, গুপ্তাকে কাউন্সেলর অ্যাক্সেস দেওয়া হয়নি এবং জেলে তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।

ভারতীয় নাগরিক নিখিল গুপ্তার বিরুদ্ধে মার্কিন কর্মকর্তারা খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিং পান্নুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন। মার্কিন সরকারের অনুরোধে ৩০ জুন চেক প্রজাতন্ত্রে গ্রেফতার হন নিখিল। গুপ্তার পরিবার সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে দায়ের করা একটি পিটিশনে জানায় নিখিল গুপ্তা চেক প্রজাতন্ত্র সফরে গিয়েছিলেন। ৩০ জুন তাকে প্রাগ বিমানবন্দরে অবৈধভাবে আটক করা হয়েছিল এবং প্রায় ১০০ দিন নির্জন কারাগারে রাখা হয়েছিল।

Khalistan separatist Gurpatwant Singh Pannun interpol
Advertisment