/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Kejriwal-ED.jpg)
জার্মানির পর আমেরিকাও কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্যের ঘটনায় মার্কিন কূটনীতিককে তলব করল বিদেশ মন্ত্রক। দিল্লির আফগারি নীতি কেলেঙ্কারির মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন কূটনীতিকে তলব করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
মার্কিন কূটনীতিককে দিল্লিতে তলব করা হয়েছে। জার্মানির পর আমেরিকাও কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র একটি বিবৃতি জারি করে বলেন, 'আমেরিকা ভারতের একাধিক বিরোধী দলের নেতাকে গ্রেফতার এবং মামলায় নেওয়া পদক্ষেপের সুষ্ঠু তদন্তের অপেক্ষায় রয়েছে'।
জার্মানির পরে, এখন আমেরিকাও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির বিষয় নিয়ে একটি বিবৃতি দিয়েছে। যার উপর নয়াদিল্লি খুব কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং ঘটনার জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়। ৪৫ মিনিট ভারতীয় বিদেশ মন্ত্রকে দফতরে ছিলেন ওই মার্কিন কূটনীতিক।
কেজরিওয়ালের গ্রেফতারির বিষয়ে জার্মান বিদেশ মন্ত্রক মন্তব্য করার পরে ভারত এর আগে জার্মান রাষ্ট্রদূতকেও তলব করেছিল। ভারত স্পষ্টভাবে জার্মান রাষ্ট্রদূতকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর বিষয়ে বলেছে। এখন ভারত মার্কিন কূটনীতিককে তলব করেছে, যিনি ভারতীয় বিদেশ মন্ত্রকে প্রায় ৪৫ মিনিট উপস্থিত ছিলেন।
কেজরিওয়ালকে নিয়ে কী বলল আমেরিকা? মার্কিন সরকার মঙ্গলবার বলেছে, যে তারা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের বিষয়টি "ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ" করছে এবং একটি "ন্যায্য, স্বচ্ছ এবং সময়োপযোগী বিচার পান তার জন্য সওয়াল করে আমেরিকা"।
#WATCH | The Ministry of External Affairs in Delhi summoned the US' Acting Deputy Chief of Mission Gloria Berbena, today. The meeting lasted for approximately 40 minutes. pic.twitter.com/ONLUCI9Hnc
— ANI (@ANI) March 27, 2024
মার্কিন সরকারের এই প্রতিক্রিয়া এমন সময়ে এল যখন জার্মানির প্রতিক্রিয়ার পর কেজরিওয়ালের বিরুদ্ধে করা মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এর আগে আমেরিকা নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে মন্তব্য করেছিল, যার জন্য ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল।