US Election 2024 Result (Kamala Harris vs Donald Trump) Who Will Win: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই শুরু হয়ে যাবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের শেষ এবং চূড়ান্ত পর্ব। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস, কে বসবেন সাদা বাড়ির মসনদে, তা স্পষ্ট হয়ে যাবে কয়েক ঘণ্টা পর। তবে আমেরিকার নির্বাচন পদ্ধতি একটু আলাদা। কীভাবে ভোটগ্রহণ হয়, কোন পদ্ধতিতে ভোটাররা পছন্দের প্রার্থী নির্বাচন করেন তা জেনে নেওয়া যাক।
প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রাম্প এবং হ্যারিসের মধ্যে কে জয়ী হবেন, তা ভোটারদের সরাসরি ভোটে নির্ধারিত হয় না। কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনী লড়াইয়ের বদলে জয়ী-পরাজিত হবে এক একটি প্রদেশের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে।
আমেরিকার ৫০টি প্রদেশের একটিতে জয়ী হওয়ার সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের সবকটি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে যাবেন। কোনও প্রদেশে ৪০ জন ইলেক্টর রয়েছেন। হ্যারিস বা ট্রাম্প যিনি এই প্রদেশে বেশি ভোট পাবেন, তিনিই সেই প্রদেশের ৪০ জন ইলেক্টরকে জিতে নেবেন। ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮।
আরও পড়ুন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, চোখে জল ট্রাম্পের! মোদীকে কী বার্তা ট্রাম্পের?
এখানে একটি বিষয় রয়েছে, মাইনে এবং নেব্রাস্কা প্রদেশ বাদে বাকি প্রত্যেকটি প্রদেশের ইলেক্টোরাল ভোট যোগ করলে যে প্রার্থী ২৭০টি বা তার বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন। এবং সেই প্রার্থীর রানিং মেট হয়ে যাবেন ভাইস-প্রেসিডেন্ট। আগামী ১৩ ডিসেম্বর ইলেক্টররা সংশ্লিষ্ট প্রাদেশিক রাজধানীতে জড়ো হয়ে তাঁদের দলের প্রার্থীকে ভোট দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট নির্বাচন পর্ব শেষ করবেন।
কীভাবে ভোটদান হয়?
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি প্রদেশে ভোটের আলাদা পদ্ধতি রয়েছে। ভোটাররা তিনটি প্রাথমিক পদ্ধতির মাধ্যমে ভোটদান করেন-
কাগজের ব্যালট- প্রেসিডেন্ট নির্বাচনে প্রচলিত এবং সহজ পদ্ধতি হল প্রায় ৭০ শতাংশ ভোটার কাগজের ব্যালট ব্যবহার করে ভোটদান করেন।
ব্যালট মার্কিং ডিভাইস- ২৫ শতাংশেরও বেশি ভোটার ব্যবহার করেন এই কম্পিউটার কন্ট্রোলড ভোটদান পদ্ধতি। ভোটারদের একটি স্ক্রিনে পছন্দের প্রার্থী নির্বাচন করতে হয়। তার পর পছন্দের প্রার্থী নিশ্চিত করতে একটি কাগজের ব্যালট প্রিন্ট করা হয়।
ডাইরেক্ট রেকর্ডিং ইলেক্ট্রনিক- এই পদ্ধতি অনেকটা আমাদের দেশের ইভিএমের মতোই। কোনও কাগজ ছাড়া ইলেক্ট্রনিক ব্যবস্থার ভোটারদের রায় মেশিন-বন্দি করা হয়।