ফের বিপত্তি মার্কিন মুকুলে! আলাস্কার পর এবার কানাডার আকাশে ফের সন্দেহজনক উড়ন্ত বস্তু। তোলপাড় মার্কিন যুক্তরাষ্ট্রে। তড়িঘড়ি সেটিকে ট্রুডো প্রশাসনের নির্দেশে F-22 যুদ্ধবিমান থেকে গুলি করে নামানো হয়েছে। এর ঠিক একদিন আগে আলাস্কার আকাশে এমনই এক সন্দেহজনক বস্তুকে দেখে মার্কিন প্রশাসন একই ধরনের ব্যবস্থা নেয়।
শুক্রবারের পর ফের শনিবার! আলাস্কার পর এবার কানাডার আকাশেও রহস্যজনক বস্তু। নলাকার আকৃতির বস্তুটি কানাডার ইউকন প্রদেশে আমেরিকান ফাইটার জেট F-22 যুদ্ধবিমান থেকে গুলি করে নামানো হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইট করে এই তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন- ‘আমি মার্কিন প্রেসিডেন্ট বিডেনের সঙ্গে কথা বলেছি, তারপর এফ-২২ যুদ্ধবিমান থেকে রহস্যজনক বস্তুটিকে গুলি করে নামিয়েছে। কানাডিয়ান সেনাবাহিনী শীঘ্রই এর ধ্বংসাবশেষ উদ্ধার করে তদন্তের জন্য পাঠাবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায়ও একই ধরনের বস্তু দেখা গেছে। সে সময়ও আমেরিকান ফাইটার জেট ৪০ হাজার ফুট উচ্চতায় দেখা সেই বস্তুটিকে গুলি করে নামিয়েছিল। গত কয়েকদিনে মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে এটি তৃতীয় সন্দেহজনক বস্তু। ৫ই ফেব্রুয়ারি, মার্কিন আকাশে এফ-22 যুদ্ধবিমান একটি চিনা ‘স্পাই বেলুন’ গুলি করে নামায়। বেলুনের ধ্বংসাবশেষ দক্ষিণ ক্যারোলিনার সমুদ্রে পড়ে।
ট্রুডো বলেছেন, উত্তর আমেরিকার অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড শনিবার উড়ন্ত বস্তুটি দেখেছে। এটি কানাডার আকাশসীমায় ছিল। এই কমান্ডটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার একটি যৌথ কমান্ড। তিনি আরও জানিয়েছে, এই বস্তুটি চিনা গুপ্তচর বেলুনের চেয়ে আকারে অনেক ছোট ছিল। তবে এটির বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী ট্রুডো উত্তর আমেরিকা অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (NORAD) কেও ধন্যবাদ জানিয়েছেন। এরপর পেন্টাগনের মুখপাত্র জেনারেল প্যাট রাইডারও এক বিবৃতিতে পুরো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মন্টানা শহরে একটি চিনা গুপ্তচর বেলুন দেখা যায়। ৫ই ফেব্রুয়ারী, মার্কিন বিমান বাহিনী ক্যারোলিনা উপকূলের কাছে একটি F-22 যুদ্ধবিমান থেকে এটিকে গুলি করে মাটিতে নামায়। এটি ধ্বংস হওয়ার পরে, বিডেন তার ফাইটার পাইলটদের অভিনন্দন জানান। আমেরিকার এই পদক্ষেপের তীব্র আপত্তি জানিয়েছে চিন। চিনের তরফে বলা হয়, ‘আমেরিকা বেলুন ধ্বংস করে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে’।
আমেরিকায় চিনের গুপ্তচর বেলুনের পর শুক্রবার আরেকটি সন্দেহজনক উড়ন্ত বস্তু দেখা যায়। আলাস্কার আকাশের উপর দিয়ে উড়ন্ত এই বস্তুটি আমেরিকান এয়ার ফোর্সের F-22 ফাইটার বিমান গুলি করে নামায়। আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান, ৪০ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা এই বস্তুটির গতি ছিল ঘণ্টায় ৬৪ কিমি। চিন থেকে ১২ হাজার কিলোমিটার দূরে, মাটি থেকে ২৪ ফুট উপরে আমেরিকার ভূখণ্ডে চিনা বেলুন কী করতে গিয়েছিল? চিন বলেছে যে তারা আবহাওয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন চিনের এই দাবি অস্বীকার করেছে।
বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করেছে, চিন গোয়েন্দা বেলুনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ব্যবস্থা পর্যবেক্ষণ করছে। চিনগত কয়েক বছর ধরে এটি করে আসছে এবং এখন পর্যন্ত ১২টি দেশে একই ধরনের বেলুন পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছে চিন।