Advertisment

হুথি জঙ্গিদের বিরুদ্ধে আসরে মার্কিন নৌবাহিনী, লোহিত সাগরে বিমান হানা, মৃত ১০

লোহিত সাগরে ইয়েমেনের হুথি জঙ্গিদের নৌকায় চালানো মার্কিন হামলায় অন্তত ১০ জঙ্গি নিহত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
red sea

ইউএসএস গ্রেভলি এবং ইউএসএস ল্যাবুন সাহায্যের আহ্বানে সাড়া দিয়েছিল এবং ডেনমার্কের মালিকানাধীন জাহাজটি সমুদ্র উপযোগী ছিল এবং কোন আঘাতের কথা উল্লেখ করা হয়নি, বিবৃতিতে বলা হয়েছে। (প্রতিনিধিত্বমূলক ছবি/ফাইল)

লোহিত সাগরে ইয়েমেনের হুথি জঙ্গিদের নৌকায় চালানো মার্কিন হামলায় অন্তত ১০ জঙ্গি নিহত হয়েছেন। ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায় সিঙ্গাপুরের পতাকাবাহী, ডেনমার্কের মালিকানাধীন একটি জাহাজ হুথি জঙ্গিদের আক্রমণের মুখে পড়ে মার্কিন সাহায্যের আবেদন জানায়। এরপরই আসরে নামে মার্কিন নৌবাহিনী।

Advertisment

আমেরিকা লোহিত সাগরে হুথি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। মার্কিন নৌবাহিনী লোহিত সাগরে একটি পন্যবাহী জাহাজে হুথি জঙ্গিদের আক্রমণ ব্যর্থ করে এবং তিনটি জাহাজকে ধ্বংস করে। এর ফলে ১০ জঙ্গি নিহয় হয়েছেন বলেই জানা গিয়েছে।

হুথি হামলার পর ৪৮ ঘণ্টার জন্য লোহিত সাগরে সব ধরনের জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। হুথি বিদ্রোহীদের একজন মুখপাত্র বলেছেন যে মার্কিন হামলায় তাদের ১০ জন নাবিক নিহত হয়েছে।

লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে আবারও ব্যবস্থা নিয়েছে আমেরিকা। মার্কিন নৌবাহিনী লোহিত সাগরে একটি বণিক জাহাজে হুথি বিদ্রোহীদের আক্রমণ ব্যর্থ করে এবং তিনটি জাহাজ ধ্বংস করে। যার ফলে নিহত হয়েছেন ১০ হুথি জঙ্গি। মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

USA
Advertisment