Advertisment

Joe Biden: ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বড় কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট, বাইডেনের বিবৃতিতে কপালে ঘাম চিনের!

বৃহস্পতিবারের ভাষণে বাইডেন বলেছেন,'আমেরিকা ভারতের মতো মিত্রদের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর'।

author-image
IE Bangla Web Desk
New Update
Joe Biden State of the Union Address

রাষ্ট্রপতি জো বিডেন বৃহস্পতিবার ক্যাপিটলে কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দিয়েছেন। (ছবি: এপি)

Joe Biden News: ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নিয়ে বড় কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বৃহস্পতিবার বলেছেন আমেরিকা ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের মতো তার মিত্রদেশের সঙ্গে সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যে কাজ করছে।

Advertisment

বৃহস্পতিবারের ভাষণে বাইডেন বলেছেন,'আমেরিকা ভারতের মতো মিত্রদের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। পাশাপাশি তিনি স্পষ্ট করেছেন যে আমেরিকা চিনের অন্যায় আচরণের বিরুদ্ধে এবং চিন-তাইওয়ান সঙ্কটের প্রেক্ষিপ্তে তাইওয়ান প্রণালীতে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাবে'।

আমেরিকা ও ভারত দুটি বড় গণতান্ত্রিক দেশ। ভারত ও আমেরিকা ঐতিহ্যগতভাবে অর্থনৈতিক, কৌশলগত অংশীদার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও এই বিষয়টির পুনরাবৃত্তি করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এদিনের ভাষণে বলেন, 'চিনা চ্যালেঞ্জের মধ্যে ভারতের মতো মিত্রদের সাথে তার অংশীদারিত্বকে জোরদার করছে মার্কিন যুক্তরাষ্ট্র'।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিনের নিন্দা করে এটাও স্পষ্ট করেছেন যে তার দেশ চিনের অন্যায় আচরণের বিরুদ্ধে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও নিরাপত্তার জন্য কাজ করে যাবে। ভারতের মত মিত্রদের সঙ্গেও অংশীদারিত্ব জোরদার করছে। নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার শেষ 'স্টেট অফ দ্য ইউনিয়ন' ভাষণে আমেরিকান প্রেসিডেন্ট বিডেন বলেছিলেন যে আমেরিকা চিনের সঙ্গে প্রতিযোগিতা চায়, সংঘাত নয়।

বৃহস্পতিবার তিনি বলেন, 'একবিংশ শতাব্দীতে বেইজিংয়ের বিপক্ষে প্রতিযোগিতায় জয়ের জন্য তার দেশ শক্তিশালী অবস্থানে রয়েছে'। তিনি বলেন, 'আমরা চিনের অন্যায় অর্থনৈতিক পদক্ষেপের বিরুদ্ধে এবং তাইওয়ান প্রণালীতে শান্তি ও নিরাপত্তার নিশ্চিত করতে বদ্ধ পরিকর। একই সঙ্গে আমরা মিত্র এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের অংশীদারিত্ব জোরদার করছি।

বিডেন বলেন, 'কয়েক বছর ধরে আমি আমার রিপাবলিকান বন্ধুদের এবং আরও অনেকের কাছ থেকে শুনেছি যে চিন অর্থনীতিতে দ্রুত এগিয়ে যাচ্ছে। পিছিয়ে পড়ছে আমেরিকা! কিন্তু বাস্তব চিত্র এর একেবারে বিপরীত। আমেরিকা এগিয়ে যাচ্ছে।' কংগ্রেসে তার তৃতীয় 'স্টেট অফ দ্য ইউনিয়ন' ভাষণে তিনি বলেন, 'আমেরিকার অর্থনীতি বিশ্বের সেরা'। বাইডেন আরও বলেন, 'আমি ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার জিডিপি বেড়েছে। একই সঙ্গে বাণিজ্য ঘাটতিও বর্তমানে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে'।

চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে, তার শেষ 'স্টেট অফ দ্য ইউনিয়ন' ভাষণে, বিডেন বলেন যে 'আমেরিকা চিনের সঙ্গে প্রতিযোগিতা চায়, সংঘাত নয়'।

china Biden
Advertisment