ইজরায়েল-হামাস যুদ্ধের মোড়? মার্কিন যুদ্ধজাহাজ গাজার দিকে এগোচ্ছে! কী জানালেন জো বাইডেন? ইসরায়েলে ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলকে অতিরিক্ত সাহায্যের নির্দেশ দিয়েছেন।
শনিবারের হামাসের হামলার পর, ইজরায়েল এবার তেড়েফুঁড়ে আসরে নেমেছে। বিশ্বের একাধিক দেশ ইজরায়েলকে সমর্থনের কথা জানিয়েছে। ফলে অনেকটাই মনোবল বেড়েছে ইজরায়েলের। একই সঙ্গে আমেরিকা-ব্রিটেন-ভারত ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে। রবিবার থেকেই আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে ইজরায়েল। তাই গাজা উপত্যকা ও সীমান্ত এলাকায় চলমান ইজরায়েল-হামাস যুদ্ধ ভয়াবহ আকার ধারণ করেছে । একদিকে হামাস জঙ্গিরা ইজরায়েলের মাটিতে সাধারণ নাগরিকদের ওপর অত্যাচার চালাচ্ছে, অন্যদিকে গাজা উপত্যকায় হামলা চালিয়ে হামাস জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে শুরু করেছে ইজরাইল। ইজরায়েল এক বিবৃতিতে জানিয়েছে "আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব"। ইজরায়েল যখন দৃঢ় অবস্থান নিয়েছে, এখন আমেরিকান যুদ্ধজাহাজ যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে। ইজরায়েল -হামাস যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
শনিবার সকালে গাজা উপত্যকা থেকে ইজরায়েলে বিপুল সংখ্যক রকেট ছোড়া হয়। ইজরায়েল সরকারের তথ্য অনুযায়ী, সাড়ে তিন হাজারের বেশি রকেট হামলা চালায় হামাস। এই হামলায় শতাধিক ইজরায়েলি নাগরিক নিহত হয়েছেন। এরপর হামাস জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ইজরায়েলে প্রবেশ করে নিরীহ নাগরিকদের ওপর চরম হত্যালীলা শুরু করে । অসংখ্য নাগরিককে বন্দী করা হয়। হামাসের পক্ষ থেকে সমুদ্রপথেও হামলার সম্ভাবনার কথা জানিয়েছে ইজরায়েল। এরই পরই ইজরাইলও গাজা উপত্যকায় হামাসের ঘাঁটিতে হামলা শুরু করেছে। জানা গিয়েছে এই হামলায় এখন পর্যন্ত ৬০০ জনের বেশি ইজরায়েলি সাধারণ নাগরিক নিহত এবং ২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি আরও খারাপের দিকে এগোতেই ইজরায়েলকে বাড়তি সাহায্যের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, "ইজরায়েলে হামাসের ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে বাইডেন ইজরায়েলকে অতিরিক্ত সাহায্যের নির্দেশ দিয়েছেন।" এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন রবিবার বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের কাছ থেকে অতিরিক্ত সামরিক সহায়তার অনুরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এরপর এখন মার্কিন যুদ্ধজাহাজ ইজরায়েল উপকূলের দিকে রওনা হয়েছে বলেই জানা গিয়েছে। তাই একদিকে ইজরায়েলি সেনা ও বিমান বাহিনী গাজা উপত্যকায় বোমাবর্ষণ করছে অন্যদিকে আমেরিকার যুদ্ধজাহাজ ভূমধ্যসাগর থেকে গাজা উপত্যকায় আক্রমণ করবে বলেই খবর।