Advertisment

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত অজয় বঙ্গার দু’দিনের ভারত সফর, মোদী-সীতারমনের সঙ্গে বৈঠক

২৩ এবং ২৪ মার্চ দিল্লি সফরে অজয় বঙ্গা।

author-image
IE Bangla Web Desk
New Update
Ajay Banga,Joe Biden,Mastercard,world bank,World Bank Head,Ajay Banga India

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত ভারতীয় বংশোদ্ভূত মাস্টারকার্ডের প্রাক্তন প্রেসিজেন্ট ও সিইও অজয় বঙ্গা দুদিনের ভারত সফরে আসছেন।

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত ভারতীয় বংশোদ্ভূত মাস্টারকার্ডের প্রাক্তন প্রেসিজেন্ট ও সিইও অজয় বঙ্গা দুদিনের ভারত সফরে আসছেন। দেখা করবেন মোদী-জয়শঙ্করের সঙ্গেও। দু’দিনের তাঁর এই সফরে বঙ্গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন।

Advertisment

বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত ভারতীয় বংশোদ্ভূত মাস্টারকার্ডের প্রাক্তন প্রেসিজেন্ট ও সিইও অজয় বঙ্গা তাঁর তিন সপ্তাহের ‘বৈশ্বিক সফরের’ শেষ পর্যায়ে ২৩ এবং ২৪ মার্চ নয়াদিল্লি সফর করবেন, বুধবার মার্কিন ট্রেজারি এই তথ্য জানিয়েছে। ভারত সরকার ইতিমধ্যেই বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে বঙ্গাকে সমর্থন জানিয়েছে।

পাশাপাশি বাংলাদেশ, আইভরি কোস্ট, কলম্বিয়া, মিশর, ফ্রান্স, জার্মানি, ঘানা, ইতালি, জাপান, কেনিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনও বঙ্গার প্রতি তাদের সমর্থন জানিয়েছে। বিবৃতি অনুসারে, ভারতে থাকাকালীন, বঙ্গা লার্নেট ইনস্টিটিউট অফ স্কিলস পরিদর্শন করবেন। যেটি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত বৃত্তিমূলক প্রতিষ্ঠানগুলির একটি নেটওয়ার্ক, বিশ্বব্যাংকও এই প্রতিষ্ঠানকে আংশিক অর্থসাহায্য করেছে। কীভাবে এই প্রতিষ্ঠান বেকারদের জীবন ও অর্থনৈতিক সুযোগের উন্নতি ঘটাচ্ছে তা খতিয়ে দেখবেন বঙ্গা। বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মাস্টারকার্ডের প্রাক্তন প্রেসিজেন্ট ও সিইও অজয় বঙ্গা। ইতিমধ্যেই এই প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মাস্টারকার্ডের প্রাক্তন সিইও এবং ভারতীয় বংশোদ্ভূত অজয় ​​বঙ্গা বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত হতে চলেছেন। অজয় বঙ্গের মনোনয়নের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে। ৬৩ বছর বয়সী এই ইন্দো আমেরিকানকেই বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনয়নয়ের প্রস্তাব দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।

বর্তমানে ডেভিড ম্যালপাস বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। তবে খুব শীঘ্রই তাঁকে সরিয়ে বঙ্গাকেইও বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন।  জো বাইডেন বলেছেন যে অজয় ​​বঙ্গ তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী একাধিক সংস্থায় দক্ষতার সঙ্গে তিনি তাঁর দায়িত্ব সামলেছেন। কর্মসংস্থান সৃষ্টি এবং ক্রমবর্ধমান অর্থনীতিতে বিনিয়োগে বিশ্ব নেতাদের সঙ্গে তিনি কাজ কাজ করেছেন। জো বাইডেন এক বিবৃতিতে আরও উল্লেখ করেছেন, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বর্তমান সময়ে যে আর্থিক সমস্যাগুলি আমাদের সামনে রয়েছে, তা সামাল দেওয়ার জন্য সবথেকে বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর।

অজয় বঙ্গা কে?

অজয় বঙ্গা ৬৩ বছর বয়সি, একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। তিনি বর্তমানে ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আসীন রয়েছেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে তার মনোনয়নের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অজয় বঙ্গা নেদারল্যান্ডে বিনিয়োগকারী হোল্ডিং কোম্পানি Exorche-এর চেয়ারম্যান। বঙ্গ ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (ইউএসআইবিসি) প্রাক্তন সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভারতীয়-আমেরিকান ৬৩ বছর বয়সি অজয় বাঙ্গা বর্তমানে এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত অজয় ​​বঙ্গ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের গুরুত্বপূর্ণ পদে তাঁর দায়িত্ব সামলেছেন।

অজয় বঙ্গা ১০ নভেম্বর ১৯৫৯ সালে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার মূলত পাঞ্জাবের জলন্ধরে থাকেন। বাঙ্গার বাবা হরভজন সিং বাঙ্গা একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার বঙ্গাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে সম্মানিত করেন।

World Bank
Advertisment