গত ২৪ ঘন্টায় ইজরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় মৃত্যু হয়েছে ৩০০ মানুষের। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর ইসরায়েলের হামলায় গাজায় এখনও পর্যন্ত ২২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। ইজরাইল হামাসকে হুমকি দিয়ে বলেছে, বন্দিদের মুক্তি না দিলে গাজা উপত্যকায় বিদ্যুৎ, জল ও খাদ্য সামগ্রী সরবরাহ করা হবে না। এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল।
জানা গিয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত ২২১৫ প্যালেস্তাইনি নাগরিক প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যা ৮,৭১৪। তারা সবাই গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০০ শিশুও রয়েছে। একই সঙ্গে যুদ্ধে ইজরায়েলে নিহতের সংখ্যা ১৩০০, আহত হয়েছেন ৩৪০০ জন।
প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে গাজা উপত্যকায় একটি সেফ করিডোর খোলার অনুমতির আবেদন করেছেন বলেছেন, যাতে মানুষের কাছে খাদ্য ও জ্বালানি পৌঁছে দেওয়া যায়। সেই আবেদনে সাড়া দিয়ে প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করলেন বাইডেন।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, "প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধের গতি রোধে উভয় পক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য মার্কিন প্রচেষ্টা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন।" মানবসংকট মোকাবিলায় বাইডেনে কাছে আর্জি জানিয়েছিলেন প্যালেস্তাইনের প্রেসিডেন্ট। এরপরই বাইডেন তাঁকে ফোন করে এই বিষয় নিয়ে বিশদে আলোচনা করেছেন।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, "দুই নেতা পশ্চিম তীরে এবং সমগ্র অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।" বিবৃতিতে আরও বলা হয়েছে যে প্রেসিডেন্ট বাইডেন গাজা সীমান্তের সাধারণ নাগরিকদের সুরক্ষার সমস্ত প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন।