Advertisment

গাজার হাসপাতালে হামলার পিছনে আসলে কে? ফাঁস করলেন বাইডেন, কড়া বার্তা মোদীরও

গাজা হাসপাতালে বিস্ফোরণের পর, জর্ডান বাইডেনের সফরসূচিতে অংশগ্রহণ বাতিল করেছে। আম্মানে এক শীর্ষ বৈঠকে জর্ডান, মিশর এবং প্যালেস্তাইন কর্তৃপক্ষের নেতাদের সঙ্গে গাজাকে সাহায্য করা এবং বৃহত্তর যুদ্ধ এড়ানো নিয়ে বাইডেনের বৈঠকের কথা ছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Biden and Netanyahu

প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে, ২০২৩ সালের ১৮ অক্টোবর, তেল আবিবে বৈঠক করছেন। (এপি ছবি/ইভান ভুচি)

বুধবার ইজরায়েলে এসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে, গাজার হাসপাতালে বিস্ফোরণ ঘটানোর জন্য জঙ্গিরা দায়ী। ওই বিস্ফোরণে বিপুল সংখ্যক প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। বাইডেন তাঁর সামনে বসা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেন, 'আমি তথ্যপ্রমাণ যা দেখছি, তার উপর ভিত্তি করে বলতে পারি যে, মনে হচ্ছে এটি অন্য দল করেছে, আপনি নয়।' ওই হাসপাতালে হামলা ইস্যুতে প্যালেস্তাইনের আধিকারিকরা ইজরায়েলি বিমান হামলাকে দায়ী করেছেন। হামলায় আল-আহলি আল-আরাবি হাসপাতাল পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আর, তাতে ৫০০ জনের মত প্রাণ হারিয়েছেন।

Advertisment
publive-image
গাজা শহরের আল-আহলি হাসপাতাল এলাকায় ২০২৩ সালের ১৮ অক্টোবর বিস্ফোরণে কয়েকশো প্যালেস্তিনীয় নিহত হয়েছেন। ইজরায়েল এবং হামাসের আধিকারিকরা এই বিস্ফোরণের জন্য একে অপরকে দোষারোপ করছেন। (রয়টার্স)

পালটা, ইজরায়েলের দাবি, এই হামলার পিছনে রয়েছে ইসলামিক জিহাদ নামে একটি সংগঠন। সেই সংগঠনের জঙ্গিদের বক্তব্যে আড়ি পেতে তা রেকর্ড করেছে ইজরায়েল। আর, সেই রেকর্ড সামনে এনেছে। পাশাপাশি, ইজরায়েলের রাডারেও ধরা পড়েছে, ইসলামিক জঙ্গিদের রকেট হামলা চালিয়ে হাসপাতাল ধ্বংসের ঘটনা। তা-ও প্রকাশ্যে এনেছে ইজরায়েল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে জর্ডান বাইডেনের সফরসূচিতে অংশগ্রহণের আহ্বানে সাড়া দিতে রাজি হয়নি। আম্মানে এক শীর্ষ বৈঠকে জর্ডান, মিশর এবং প্যালেস্তাইন কর্তৃপক্ষের নেতাদের সঙ্গে গাজাকে সাহায্য করা এবং বৃহত্তর যুদ্ধ এড়ানো নিয়ে বাইডেনের বৈঠকের কথা ছিল।

গাজার ওই হাসপাতালে বিস্ফোরণের ঘটনা আন্তর্জাতিক মহলে গভীর আলোড়ন ফেলেছে। হামলার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি জানিয়েছেন যে চলতি মাসের শুরুতে ইজরায়েলে হামাসের হামলা, 'মানুষের সম্মিলিত শাস্তিকে ন্যায়সঙ্গত করতে পারে না। গাজার হাসপাতালে হামলায় শতাধিক মানুষ নিহত হওয়ায় আমি আতঙ্কিত।' ওই হাসপাতালটি এমন জায়গায়, যেখানে ইজরায়েল এর আগে সাধারণ নাগরিকর আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিল। অধিকৃত পশ্চিম তীর, ইস্তানবুল এবং আম্মানে হাসপাতালে হামলার পরই বিক্ষোভের সূত্রপাত হয়। বর্তমান হিংসায় গাজাতে যে পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটেছে, তা গাজায় ইজরায়েলের হামলায় একক সর্বোচ্চ মৃত্যুর ঘটনা বলে দাবি করছেন পরিসংখ্যানবিদরা।

আরও পড়ুন- একতরফাভাবে বিবাহ বিচ্ছেদ নিতে পারবেন মুসলিম মহিলা? বিরাট প্রশ্ন এবার সুপ্রিম কোর্টে

এই পরিস্থিতিতে গাজার হাসপাতালে হামলায় প্রাণহানির ব্যাপারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বুধবার বলেছেন যে বর্তমান সংঘর্ষে সাধারণ নাগরিকদের হতাহতের ঘটনা একটি গুরুতর উদ্বেগের বিষয়। আর, এই ঘটনায় জড়িতদের দায়ী করা উচিত। সামাজিক মাধ্যম এক্স-এ মোদী বলেন, 'গাজার আল আহলি হাসপাতালে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। বর্তমান সংঘাতে সাধারণ নাগরিকদের হতাহতের ঘটনা একটি গুরুতর বিষয়। যা, এখনও অব্যাহত রয়েছে। এই ঘটনায় জড়িতদের অবশ্যই দায়ী করা উচিত।'

modi benjamin-netanyahu Biden
Advertisment