Advertisment

জুনেই মার্কিন সফর মোদীর, প্রতিরক্ষা, সীমান্ত সন্ত্রাস নিয়ে আলোচনার সম্ভাবনা

এই প্রথমবার মোদীকে একটি সরকারি সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Joe Biden, Narendra Modi, Biden-Modi meet, Official state visit, Prime minister news, US president, US president news, India latest, India news, US news, Indian Express

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট জো বাইডেন

নৈশভোজে বিশেষ আমন্ত্রণ বাইডেনের, ২২ জুন মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ৬টি’র বেশি সফরে অংশ নিয়েছেন মোদী। তবে এই প্রথমবার মোদীকে একটি সরকারি সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে “ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককে তুলে ধরবে এই সফর।"

Advertisment

আগামী মাসেই মার্কিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি ২২ জুন বাইডেনের আমন্ত্রণে নৈশভোজে যোগ দেবেন। প্রধানমন্ত্রী মোদীর আনুষ্ঠানিক সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বিডেন তাঁকে স্বাগত জানাবেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউস থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে গভীর এবং ঘনিষ্ঠ অংশীদারিত্বকে আরও জোরদার করবে। এটি আমেরিকান এবং ভারতীয়দের একসঙ্গে সংযুক্ত করবে।

হোয়াইট হাউসের জারি করা আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, “ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক অংশীদারিত্বের সম্পর্ককে তুলে ধরবে এই সফর। প্রযুক্তি, বাণিজ্য, শিল্প সহ একাধিক ক্ষেত্রে, যেখানে দুই দেশেরই পারস্পরিক আগ্রহ রয়েছে, তা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার সুযোগ পাবেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা।” এছাড়াও মোদীর এই সফর প্রতিরক্ষা, মহাকাশ গবেষণার ক্ষেত্রে প্রযুক্তি অংশীদারিত্বকে আরও জোরদার করবে। সেই সঙ্গে শিক্ষাগত অংশীদারিত্ব এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও প্রসারিত করার উপায় নিয়ে আলোচনা হবে আসন্ন এই বৈঠকে। এর পাশাপাশি, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষা পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজের বিষয়েও আলোচনা হবে।

এর আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালের নভেম্বরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে সরকারি সফরে আমন্ত্রণ জানিয়েছিলেন। নয়াদিল্লিতে, বিদেশ মন্ত্রকও প্রধানমন্ত্রী মোদীর মার্কিন সফরের কথা জানিয়েছে। মন্ত্রক জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন এবং ফার্স্ট লেডি জিল বিডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সরকারী সফর করবেন। মন্ত্রকের বিবৃতি অনুসারে, ২২ জুন প্রধানমন্ত্রী মোদী এক নৈশভোজে অংশ নেবেন। উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে, নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠকে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ছয়টিরও বেশি সফর করেছেন, তবে এই প্রথমবার তাকে একটি সরকারী সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

modi
Advertisment