/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/biden-kamala-1.jpg)
মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বিডেন ও তাঁর সহযোগী কমলা হ্য়ারিস দীপাবলির শুভেচ্ছা জানালেন। দীপাবলির উচ্ছাস আর শুধুমাত্র ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই। আমেরিকা সহ বিশ্বের সর্বত্র পালিত হচ্ছে আলোর উৎসব। সেই সুরে সুর মিলিয়েই ভারতীয় ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিডেন ও কমলা।
দীপাবলির পাশাপাশি নতুন বছরেরও শুভকামনা জানিয়েছেন বিডেন। সোশাল মিডিয়া পোস্টে তাঁর বার্তা, 'লাখ লাখ হিন্দু, জৈন, শিখ আর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষে আলোর উৎসবে সামিল হয়েছেন। আমি সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি নতুন বছরে সকলের আশাপূরণ হবে ও অনন্দ-সমৃদ্ধিতে ভরে উঠবে। সাল মুবারক'
To the millions of Hindus, Jains, Sikhs, and Buddhists celebrating the Festival of Lights, @DrBiden and I send our best wishes for a #HappyDiwali. May your new year be filled with hope, happiness, and prosperity. Sal Mubarak.
— Joe Biden (@JoeBiden) November 14, 2020
তিনি ইতিহাস রচনা করেছেন। তাঁর জয়ে খুশি গোটা ভারত। মার্কিন ভাইস প্রসিডেন্ট ইলেক্ট কমলা হ্যারিস দীপাবলি ও নতুন বছরের শুভকামনা জানিয়ে টুইটে লিখেছেন, 'দিপাবলির শভেচ্ছা, স্বাগত নতুন বছর। প্রত্যেকে নিরাপদ, স্বাস্থ্যকর ও আনন্দময় নতুন বছর উদযাপন করুক।'
Happy Diwali and Sal Mubarak! @DouglasEmhoff and I wish everyone celebrating around the world a safe, healthy, and joyous new year.
— Kamala Harris (@KamalaHarris) November 14, 2020
মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পও অন্যবারের মত এবারাও দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি ২০১৭ সালের হোয়াইটহাইসে তাঁর দীপাবলি উদযাপনের একটি ছবি দেওয়া কার্ড শেয়ার করেছেন। শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, 'এই আলোর উৎসবে বন্ধুবা্ধব, প্রতিবেশী ও প্রিয়জনেরা আধ্যাত্মিকতার অনুসরণে অশুভকে দূরে ঠেলে শুভশক্তির আহ্বান, অন্ধকারকে সরিয়ে আলো ও অজ্ঞতার বদলসে জ্ঞান আহোরনে সামিল হন। বাড়ি, কর্মস্থল সহ নানান স্থানে প্রদীপ প্রজ্জ্বলন ঐতিহ্যের প্রতি সম্মান, ভক্তিকে স্মরণ করায়।'
— Donald J. Trump (@realDonaldTrump) November 14, 2020
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us