মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা প্রদেশে ভারতীয় যুবককে ছুরিকাঘাত। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভারতীয় ছাত্র বরুণ রাজ পুচা। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি রয়েছেন হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় ছাত্রের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এবার ভারতীয় ছাত্রের ওপর নৃশংস হামলায় সরব আমেরিকা। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইন্ডিয়ানা প্রদেশে জিমে ভারতীয় ছাত্র পি বরুণ রাজ পুচার ওপর ছুরিকাঘাতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার পর পি বরুণের অবস্থার অবনতি হয়েছে বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন বিদেশ মন্ত্রক পি বরুণের দ্রুত আরোগ্য কামনা করেছে।
ইউ.এস স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র সংবাদ এএনআই-কে বলেছেন, “ভারতীয় ছাত্র পি বরুণের উপর নৃশংস হামলার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা তার দ্রুত সুস্থতার কামনা করছি। আমরা এই সমস্যা সম্পর্কে সম্পূর্ণ সচেতন"।
তেলেঙ্গানার বাসিন্দা, পি বরুণ রাজ পুচা একজন কম্পিউটার সায়েন্সের ছাত্র। রবিবার তিনি জিমে গিয়েছিলেন। সেখানে জর্ডান অ্যান্ড্রেড নামে এক ব্যক্তি ছুরি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। পি বরুণ এই হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত জর্ডান আন্দ্রাদকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আন্দ্রেদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে আন্দ্রে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।