Advertisment

গুলিতে ‘ক্ষতবিক্ষত’ চিনা 'গুপ্তচর' বেলুন! পেন্টাগনকে অভিনন্দন বাইডেনের

আমেরিকা ও চিনের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে।

author-image
IE Bangla Web Desk
New Update
pentagon,north america,washington,pentagon,north america,washington,south carolina,beijing,US shoots down Chinese spy balloon,Chinese spy balloon

মার্কিন আকাশে চিনের ‘গুপ্তচর বেলুন’ নিয়ে বড় পদক্ষেপ নিল আমেরিকা। জো বিডেন প্রশাসন ক্যারোলিনা উপকূলের কাছে চিনে গুপ্তচর বেলুনকে গুলি করে নামিয়েছে। F-22 ফাইটার জেট যুদ্ধ বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বেলুনটি ক্ষতবিক্ষত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চিনা বেলুনকে গুলি করে নামানোয় পেন্টাগনকে অভিনন্দন জানিয়েছেন।

Advertisment

আমেরিকার আকাশে চিনা 'গুপ্তচর' বেলুন! মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ওই বেলুনের মাধ্যমে চিন নজরদারি চালাচ্ছে। তবে আমেরিকার এই দাবি মানতে নারাজ জিনপিং-র দেশ। চিন দাবি করেছে আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য বেলুনটি ব্যবহার করা হচ্ছে। অনিচ্ছাকৃতভাবে বেলুনটি আমেরিকার আকাশে পাড়ি দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে ওই চিনা 'গুপ্তচর' বেলুন ব্যবহার করেই আমেরিকার ওপর নজরদারি চালাচ্ছে চিন। বেলুন বিতর্কের আবহে চিন সফর আপাতত স্থগিত করেছেন মার্কিন বিদেশমন্ত্রী। চিনা 'গুপ্তচর' বেলুনকে কেন্দ্র করে চিন-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আরও গভীর  হওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।

আমেরিকার ‘মন্টানা’ শহরে চিনের এই সন্দেহজনক বেলুন দেখা গেছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, ওই বেলুনের মাধ্যমে চিন আমেরিকার ওপর নজরদারি চালাচ্ছে। আসলে, ইউএস এয়ার ফোর্সের মন্টানায় একটি বিশেষ ঘাঁটি রয়েছে, গোটা আমেরিকায় এ ধরনের বিমানঘাঁটি রয়েছে মাত্র ৩টি। সেই বিমানঘাঁটির ওপর নজরদারি চালানোর জন্যই 'গুপ্তচর' বেলুন ব্যবহার করেছে চিন, দাবি আমেরিকার।

ঘটনার পর, আমেরিকা ও চিনের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। মার্কিন বিদেশমন্ত্রী তার প্রস্তাবিত চিন সফর স্থগিত করেছেন। সেই সঙ্গে সারা বিশ্বে শুরু হয়েছে আলোচনা। বিষয়টি চরমে উঠলে চিন ক্ষমা চাইলেও মার্কিন সরকার আরও কঠোর অবস্থান নিয়েছে।  

এবিষয়ে মার্কিন প্রেসিডেন্ট (জো বিডেন)-এর প্রতিক্রিয়া সামনে এসেছে। তিনি বলেন, আমেরিকান সার্বভৌমত্বের ওপর আক্রমণ কখনও বরদাস্ত করা হবে না। এটা দেশের সার্বভৌমত্বের "স্পষ্ট লঙ্ঘন" বলে অভিহিত করছেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন বলেন, ‘সন্দেহভাজন চিনে বেলুনের ওপর নজর রাখবে তার প্রশাসন’। অন্যদিকে, একজন আমেরিকান কর্মকর্তা শুক্রবার বলেছেন তাহলে কীভাবে এবং কেন ৬হাজার কিলোমিটার দূরে চিনা বেলুন মন্টানায় পৌঁছল? চীনের উচিত আমাদের এর জবাব দেওয়া। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন দাবি করেছে যে চিন একটি গুপ্তচর বেলুন পাঠিয়েছে, যা আমেরিকান বিমান ঘাঁটিতে নজরদারির জন্য পাঠানো হয়েছে।

গুপ্তচর বেলুন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে চিন

বেলুন নিয়ে আমেরিকার দাবির ব্যাখ্যা দিয়েছে চিন। শি জিনপিংয়ের সরকার বলেছিল যে এটি একটি সিভিল বেলুন এবং এটি আবহাওয়া সম্পর্কিত গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। এটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেছে। চিনের তরফে বলা হয়েছে "আমরা কখনই কোন সার্বভৌম দেশের ভূখণ্ড বা আকাশসীমা লঙ্ঘন করিনি। আমেরিকা চিনকে ‘বদনাম’ করার জন্য বিষয়টিকে অতিরঞ্জিত করেছে, যার আমরা তীব্রে বিরোধিতা করছি”।

চিনা গুপ্তচর বেলুনকে গুলি করে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, আমেরিকা নিশ্চিত করেছে যে চিনা বেলুনটি গুলি করে নামানো হয়েছে। মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমান এই গুপ্তচর বেলুনকে গুলি করে নামিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিবের একটি বিবৃতি অনুসারে, যুদ্ধবিমানটি দক্ষিণ ক্যারোলিনার উপকূলের কাছে চিনা বেলুনকে গুলি করে। ধ্বংসাবশেষ অপসারণের কাজ চলছে।

china USA
Advertisment