প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফরের দ্বিতীয় ধাপে ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বিডেন তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। মার্কিন প্রেসিডেন্টকে কবিতার বই আর ফার্স্ট লেডিকে সবুজ হিরে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আমেরিকা সফরে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রয়েছেন ওয়াশিংটন ডিসিতে। সেখানে পৌঁছলে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানানো হয়। ফার্স্ট লেডি জিল বিডেনের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দেন মোদী। পরে তিনি নৈশভোজে অংশ নিতে হোয়াইট হাউসে পৌঁছান, যেখানে রাষ্ট্রপতি বিডেন এবং ফার্স্ট লেডি তাকে স্বাগত জানান।
মোদীর সঙ্গে বৈঠকের শেষে বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘শিক্ষা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্পর্কের মূল ভিত্তি। আজ নরেন্দ্র মোদী এবং আমি শিখেছি কীভাবে আমাদের দেশ পরবর্তী প্রজন্মকে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে বেড়ে উঠতে সক্ষম করছে’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার মার্কিন সফরের দ্বিতীয় দিনে বুধবার (২১ জুন) ওয়াশিংটন ডিসি পৌঁছেছেন। এখানে তিনি ভার্জিনিয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে আমেরিকার ফার্স্ট লেডি জিল বিডেনের সাথে দেখা করেন। এর পর হোয়াইট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে তাকে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বিডেন। হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান বিডেন।
সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুসারে, হোয়াইট হাউস জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব উপহার নিয়ে গেছেন তার মধ্যে রয়েছে একটি বই। বাইডেনের প্রিয় কবি আইরিশ কবি উইলিয়াম বাটলার ইয়েটসেরর লেখা কবিতার বই। এর পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীকে একটি ভিনটেজ আমেরিকান ক্যামেরা উপহার দেন প্রেসিডেন্ট বিডেন।
শুধু তাই নয়, বিডেনের তরফে আমেরিকান ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির একটি হার্ডকভার বইও দেওয়া হবে প্রধানমন্ত্রী মোদীকে। একই সঙ্গে জিল বিডেনের পক্ষ থেকে রবার্ট ফ্রস্টের সংগৃহীত কবিতার প্রথম সংস্করণের বইটি প্রধানমন্ত্রী মোদীকে উপহার হিসেবে দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন এবং ফার্স্ট লেডি জিল বিডেনের সঙ্গে ভারতের বিভিন্ন সংস্কৃতির সঙ্গে জড়িত একটি কনসার্টে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।
হোয়াইট হাউজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন । হোয়াইট হাউজে ঢোকার আগে, দুই রাষ্ট্রনেতার মধ্যে সৌজন্য বিনিময় হয়, তারপর দু'জনে একসঙ্গে ছবিও তোলেন । এদিন, আমেরিকার কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে, দ্বিপাক্ষিক বৈঠকের আগে মোদী-বাইডেন সাক্ষাৎ 'প্রাইভেট এনগেজমেন্ট' হিসেবে অভিহিত করা হয়েছে । হোয়াইট হাউসে ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে এক রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয় । মূলত, প্রধানমন্ত্রীর জন্যই নিরামিষ পদ ছিল মেনুতে ।
ফার্স্ট লেডি জিল বাইডেনকে সবুজ হীরা উপহার দিলেন মোদী। মার্কিন ফার্স্ট লেডি জিল বিডেনকে ৭.৫ ক্যারেটের সবুজ হীরা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌর শক্তি ও বায়ু শক্তিকে একত্রিত করে এই হিরা তৈরি করা হয়েছে ল্যাবে। এই হীরা কোন সাধারণ হীরা নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের আতিথেয়তা করার জন্য রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি টুইট করেছেন- ‘আজকে হোয়াইট হাউসে নৈশভোজে আমন্ত্রণ করার জন্য জো বিডেন এবং জিল বিডেনকে ধন্যবাদ। অনেক বিষয়ে আমাদের মধ্যে আলাপ-আলোচনা হয়’।
প্রেসিডেন্ট জো বিডেনকে বেশ কিছু বিশেষ জিনিস উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ঘি ২৪ ক্যারেট হলমার্কযুক্ত সোনার মুদ্রা, ৯৯.৫% ক্যারেট রৌপ্য মুদ্রা, গুড়, চাল, তিল, চন্দন কাঠ লবণ, গণেশ মূর্তি উপহার দেন বাইডেনকে।