দিল্লি 'চুক্তি লঙ্ঘনকারী', বন্দে ভারত মিশনের বিমানে নিয়ন্ত্রণ ওয়াশিংটনের

লকডাউনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে 'বন্দে-ভারত মিশনে' উড়ান চালিয়েছে এয়ার ইন্ডিয়া ।

লকডাউনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে 'বন্দে-ভারত মিশনে' উড়ান চালিয়েছে এয়ার ইন্ডিয়া ।

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতায় বন্ধ হচ্ছে উড়ান পরিষেবা-গলাকাটা দেহ নিয়ে শহর ভ্রমণ ক্যাব চালকের-তৃণমূল,এসইউসি সংঘর্ষে মৃত ২-'বাংলায় বেকারত্ব অনেকটাই কম'-মৃত্যু রহস্য বীরভূমে

ফের বন্ধ বিমান পরিষেবা

ভারতের এয়ার ইন্ডিয়ার চার্টার ফ্লাইট মার্কিন মুলুকে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করল ওয়াশিংটন। দুই দেশের মধ্যে হওয়া উড়ান চুক্তি লংঙ্ঘিত হয়েছে ও তা 'অন্যায্য-বৈষম্যমূলক' বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

Advertisment

লকডাউনে আমেরিকা সহ বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে 'বন্দে-ভারত মিশনে' উড়ান চালিয়েছে এয়ার ইন্ডিয়া। এর জন্য যাত্রীদের টিকিট কাটতে হয়েছে। কিন্তু, ভারতের অসামরিক বিমান আইন মোতাবেক লকডাউনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও সংস্থার উড়ানকে ভারতে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়নি। যা মার্কিন উড়ান সংস্থাগুলোর ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজারে অসুবিধা সৃষ্টি করছে বলে দাবি ওয়াশিংটনের।

আগামী ৩০ দিনে এয়ার ইন্ডিয়ার বিমানের উপর নিয়ন্ত্রণ জারি হবে। আমেরিকা মনে করছে, সেদেশে লকডাউনে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর নামে বন্দে ভারত মিশনের উড়ান প্রকৃত অর্থে প্রতারণা। ফলে এয়ার ইন্ডিয়ার উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এবার ভারতীয় বিমান সংস্থাকে সেদেশে উড়ান চালানোর অনুমোদনের জন্য মার্কিন পরিবহণ বিভাগে আবেদন করতে হবে। পুরো বিষয়টি নিবিড়ভাবে খুঁটিয়ে দেখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে আমেরিকা। ভারতের প্রবেশের ক্ষেত্রে দিল্লি যদি মার্কিন উড়ান সংস্থাগুলির উপর জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তবে এয়ার ইন্ডিয়ার উপর বলবৎ হওয়া নিয়ন্ত্রণও পুনর্বিচার করতে পারে ওয়াশিংটন।

Advertisment

চিনা বিমানে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পরই ভারতীয় উড়ান সংস্থার উপর নিয়ন্ত্রণ জারি করে মার্কিন পরিবহণ বিভাগ। ভাইরাসের কারণে মার্কিন উড়ান চিনে অন্যায্যভাবে প্রবেশে বাধা দেওয়ার কারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছে আমেরিকা। ১৫ জুন ওয়াশিংটন জানিয়েছিল, চিন থেকে আমেরিকায় সপ্তাহে চারটি উড়ান প্রবেশ করতে দেওয়া হবে। তবে একই নিয়ম চিনকেও লাগু করতে হবে। অর্থাৎ, আমেরিকা থেকে চিনে সপ্তাহে চারটি উড়ান প্রবেশের অনুমতি দেতে হবে বেজিংকে।

আমেরিকার পদক্ষেপ প্রসঙ্গে এয়ার ইন্ডিয়া ও ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তবে তা কার্যসময়ের মধ্যে না হওয়ায় কোনও জবাব আসেনি।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Air India Trump