ভারতের পাশে মার্কিন মুলুক, আসছে ১০০ ভেন্টিলেটর

গতমাসেই ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্যের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতমাসেই ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্যের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতে ভেন্টিলেটর পাঠাতে প্রস্তুত আমেরিকা। আগামী সপ্তাহের মধ্যেই ১০০ ভেন্টিলেটর বোঝাই জাহাজ আমেরিকা থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দেবে। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও বৈঠক হয়। সেখানেই তাঁর প্রতিশ্রুতি রক্ষায় কথা জানিয়েছেন ট্রাম্প। করোনা মোকাবিলায় ভেন্টিলেটর খুবই গুরুত্বপূর্ণ সরঞ্জাম। গত মাসেই ভারতকে ভেন্টিলেটর দিয়ে সহায়তার কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisment

টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, 'আমি গর্বের সঙ্গে ঘোষণা করছি, আমেরিকা ভারতে আমাদের বন্ধুদের জন্য ভেন্টিলেটর পাঠাবে। এই সংকটের সময় আমরা ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে আছি। আমরা প্রতিষেধক তৈরির কাজেও একে অপরকে সাহায্য করছি। আমরা একসাথে এই অদৃশ্য শত্রুকে বিনাশ করব।'

গতকাল ট্রাম্প-মোদী ভিডিও কনফারেন্স করেন। সেখানে দুই রাষ্ট্রনেতার মধ্যে জি-৭ সম্মেলন, করোনা পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, 'প্রেসিডেন্ট খুশির সঙ্গে জানাচ্ছেন যে, আমেরিকা প্রস্তুত, ভারতের জন্য ১০০ ভেন্টিলেটর আগামী সপ্তাহের মধ্যেই জাহাজে করে রওনা হবে।'

Advertisment

এর আগে একাধিক টুইটে প্রধানমন্ত্রী মোদী, ভারত-মার্কিন পোক্ত সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি জানান, 'করোনা সংকটের সময় ভারত-মার্কিন বোঝাপড়া কোভিড-১৯ পরবর্তী সময়ও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত থাকবে।' ভিডিও বৈঠকেই ট্রাম্প ভারতকে জি-৭ সম্মেলনের জন্য আমন্ত্রণ জানান। ওই গোষ্ঠীর সদস্য দেসের সংখ্যা বৃদ্ধিরও ইঙ্গিত দেন। প্রধানমন্ত্রীর অফিসের তরফে বিবৃতি বলা হয়েছে, 'জি-৭ সম্মেলনের জন্য় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।'

আরও পড়ুন- ‘বন্ধু’ ট্রাম্পের সঙ্গে ফের কথা মোদীর, জি-৭ ক্লাবে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা

প্রধানমন্ত্রী মোদী টুইটে 'বন্ধু' ট্রাম্পকে তাঁর 'সৃজনশীল' এবং 'দূরদর্শী' পদক্ষেপর জন্য কৃতজ্ঞতা জানান। কোভিড পরবর্তী বিশ্ব পরিস্থিতিতে জি-৭ গোষ্ঠীর সদস্য় বৃদ্ধি বিষয়টি অত্যন্ত সদর্থক ও বাস্তববাদী পদক্ষেপ বলে জানান নরেন্দ্র মোদী। সম্মেলন সফল করতে ভারত প্রতিশ্রুতিবন্ধ বলেও দাবি করেন তিনি।

কৃষ্ণাঙ্গ হত্য়া ঘিরে রণক্ষেত্র আমেরিকা। ট্রাম্পের সঙ্গে কনফারেন্সে পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। পিএমও-এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'কোভিড পরিস্থিতি ছাড়াও, দুই দেশের রাষ্ট্র প্রধান ইন্দো-চিন সীমান্ত উত্তেজনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংস্কার নিয়ে কথা বলেছেন।' চলতি বছরের ফেব্রুয়ারীতেই ভারতে এসেছিলেন ট্রানম্প। অভ্যর্থনায় মুগ্ধতার কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট। এদিনের বৈঠকে ফের সেই খাত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। মোদীও পাল্টা জানান, 'প্রেসিডেন্টের সফর নানান দিক থেকে ঐতিহাসিক ও স্মরণীও। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিয়েছেন তিনি।'

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

PM Narendra Modi Donald Trump corona