JD Vance on Green Card: লাখ লাখ ভারতীয়ের মাথায় হাত, গ্রিন কার্ড নিয়ে এবার ট্রাম্প প্রশাসনের বিরাট বিবৃতি

JD Vance on Green Card: গ্রিন কার্ড আমেরিকায় স্থায়ীভাবে থাকার কোন রকম নিশ্চয়তা প্রদান করে না'। ভারতীয়দের টেনশন বাড়িয়ে বড় ঘোষণা করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

JD Vance on Green Card: গ্রিন কার্ড আমেরিকায় স্থায়ীভাবে থাকার কোন রকম নিশ্চয়তা প্রদান করে না'। ভারতীয়দের টেনশন বাড়িয়ে বড় ঘোষণা করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
JD Vance on Green Card

অবৈধ অভিবাসনের পর 'গ্রিন কার্ড', তোলপাড় ফেলা বিবৃতি আমেরিকার Photograph: (ফাইল ছবি)

  
JD Vance on Green Card: 'গ্রিন কার্ডের অর্থ এই নয় যে কোনও বিদেশী নাগরিক অনির্দিষ্টকালের জন্য আমেরিকায় স্থায়ী ভাবে বসবাস করতে পারেন, গ্রিন কার্ড আমেরিকায় স্থায়ীভাবে থাকার কোন রকম নিশ্চয়তা প্রদান করে না'। ভারতীয়দের টেনশন বাড়িয়ে বড় ঘোষণা করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

Advertisment

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, 'গ্রিন কার্ডধারীদের আমেরিকায় অনির্দিষ্টকালের জন্য থাকার কোন অধিকার নেই।' এটা মত প্রকাশের স্বাধীনতার বিষয় নয়, এটা জাতীয় নিরাপত্তার বিষয়।

ভ্যান্স আরও বলেন, 'যদি বিদেশ সচিব এবং মার্কিন প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেন কোন ব্যক্তিকে আমেরিকায় থাকতে দেওয়া উচিত নয়, তাহলে সেই ব্যক্তির এখানে থাকার কোনও আইনি অধিকার নেই।' এটিই গ্রিন কার্ডের সাধারণ অর্থ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং গ্রিন কার্ডধারী পড়ুয়া মাহমুদ খলিলের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায় ভ্যান্সের এই বিবৃতি এসেছে। ইসরায়েল-হামাস যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে ভূমিকা রাখার জন্য খলিলকে আটক করা হয়েছিল।

গ্রিন কার্ড হলো এক ধরণের মার্কিন স্থায়ী বাসিন্দা কার্ড, যা আনুষ্ঠানিকভাবে বিদেশী নাগরিকদের আমেরিকায় বসবাস এবং কাজ করার অনুমতি দেয়। গ্রিন কার্ডের মাধ্যমে বিপুল সংখ্যক ভারতীয় আমেরিকায় বসবাস করেন। আমেরিকায় প্রায় ২৮ লক্ষ ভারতীয়ের গ্রিন কার্ড আছে।

USA