Advertisment

হামলায় তছনছ ইজরায়েল, গর্জে উঠলেন বাইডেন, দিলেন চরম হুঁশিয়ারি

শনিবার থেকে দফায় দফায় চলে রকেট হামলা।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
President Biden after deadly Hamas attack

হামলায় তছনছ ইজরায়েল, গর্জে উঠলেন বাইডেন, দিলে চরম হুঁশিয়ারি

শক্তিধর ইজরায়েলে হামলা চালিয়ে তছনছ করেছে প্যালেস্তাইনি জঙ্গি সংগঠন হামাস। শনিবার থেকে দফায় দফায় চলে রকেট হামলা। মুহুর্মুহু বেজে ওঠে সাইরেন। ফের একবার মধ্যপ্রাচ্যে তৈরি হয় যুদ্ধ পরিস্থিতি। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, জঙ্গি সংগঠন হামাসের হামলায় অন্তত ১০০ জন ইজরায়েলি নিহত এবং ৭৪০ জনেরও বেশি আহত হয়েছে।

Advertisment

প্যালেস্তাইনি জঙ্গিগোষ্ঠী হামাসকে এই আক্রমণের জন্য দায়ী করে, ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা নিশানা করে হামলা চালাতে শুরু করে। সেই হামলায় অন্ততপক্ষে ১৯৮ জন প্রাণ হারিয়েছেন, আহত ১,৬১০ বলেই শেষ পাওয়া খবরে জানা গিয়েছে। হামলা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন- ‘আমরা ইজরায়েলের পাশে আছি, সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত’।

প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে অভিযানে নেমেছে ইজরায়েলও। এবিষয়ে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা ইজরায়েলকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ইজরায়েলের ওপর প্যালেস্তাইনের জঙ্গি সংগঠনের নৃশংস হামলার পর বিশ্বের বিভিন্ন দেশ ইজরায়েলের সমর্থনে সুর চড়িয়েছে। এর পর আমেরিকা এখন ইজরায়েলের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে। একই সঙ্গে বিশ্বের বৃহত্তম জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইজরায়েলকে যুদ্ধে সব ধরনের সাহায্যের বার্তা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এরপর তিনি তার বিবৃতিতে বলেন, ‘আমরা ইজরায়েলকে সাহায্য করতে সবরকমভাবে প্রস্তুত’।

নেতানিয়াহুর সঙ্গে কথা বলার পর জো বাইডেন এক বিবৃতিতে বলেন, "আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে স্পষ্ট বলেছি যে আমরা ই্জরায়েলের সরকার ও জনগণকে সাহায্য করার প্রস্তুত।"

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, "ইজরায়েলের নিজের এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে”। নেতানিয়াহুও ইজরায়েলকে সমর্থনের জন্য বাইডেনকে ধন্যবাদ জানান এবং হামাসের বিরুদ্ধে দীর্ঘ অভিযানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনও হামাসের হামলার নিন্দা জানিয়েছেন। এন্টনি ব্লিঙ্কেন বলেন, "আমরা ইজরায়েলের বিরুদ্ধে প্যালেস্তাইনের জঙ্গি সংগঠন হামাসে ভয়াবহ হামলার নিন্দা জানাচ্ছি। আমরা ইজরায়েলের সরকার ও জনগণের পাশে রয়েছি। করছি এবং এই হামলায় নিহত ইজরায়েলি জনগণের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি।"

সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, এই হামলায় অন্তত ৭০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। সাম্প্রতিক বছরগুলিতে ইজরায়েলে এটাই সবচেয়ে মারাত্মক হামলা। প্রশাসন সূত্রে খবর গাজায় কিছু ইজরায়েলি সেনা ও সাধারণ নাগরিককে বন্দী করেছে হামাস।

ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সেদেশের পাশে দাঁড়িয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, এই নৃশংসতার বর্বরতার তীব্র নিন্দা জানাই।  আমরা ইজরায়েলের পাশে আছি। হামাসের এই হামলা কাপুরুষোচিত এবং অবমাননাকর। আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আমাদের পূর্ণ সাহায্যের বার্তা দিয়েছি।  আগামী ২৪ ঘন্টার মধ্যে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। ইউরায়েলের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।"

Biden
Advertisment