ভয়াবহ তুষারঝড়ের কবলে মার্কিন যুক্তরাষ্ট্র। ঝড়ের কারণে বাতিল প্রায় ২৩০০ উড়ান। হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। উল্লেখ্য, এর আগে সোমবার তুষারঝড়ের কারণে প্রায় এক হাজারের বেশি ফ্লাইট বাতিল কয়া হয়। তুষার ঝড়ের কারণে মার্কিনযুক্তরাষ্ট্রে বিমান পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই মাসের শুরুতে, সাউথওয়েস্ট এয়ারলাইন্স ১৬,৭০০ টি ফ্লাইট বাতিল করার জন্য মার্কিন সরকারের তোপের মুখে পড়ে। ইউএস ন্যাশনাল ওয়েদার সার্ভিস বৃহস্পতিবার পর্যন্ত তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে তুষারঝড় বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তর ও মধ্য টেক্সাসে অব্যাহত থাকবে। পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ইউএসটুডে জানিয়েছে, সর্বশেষ আবহাওয়ার আপডেট অনুসারে যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি অঙ্গরাজ্য শৈত্যঝড়ের কবলে পড়তে পারে। এর মধ্যে টেক্সাস এবং আরকানসাসে ভারি তুষারপা্তের সতর্কতা জারি করা হয়েছে।
ওহিও, টেনেসি ও ওকলাহোমাতেও তুষারঝড় বয়ে যেতে পারে।বৃহস্পতিবার পর্যন্ত জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। প্রবল তুষারঝড় আর সঙ্গে বৃষ্টির কারণে একাধিক এলাকায় বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ।