Advertisment

মুখ পুড়ল পাকিস্তানের, হোটেলে গণধর্ষিতা বছর ২১-এর মার্কিন যুবতী

এফআইআর দায়েরের পর পাকিস্তানের সীমান্ত সেনা পুলিশ সিপ্রাকে গ্রেফতার করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
pakistan_flag

পাকিস্তানের হোটেলে বছর ২১-এর এক মার্কিন মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা পর্যটক ভিসা নিয়ে পাকিস্তানে এসেছিলেন। গত সাত মাস তিনি পাকিস্তানেই ছিলেন। মঙ্গলবার ওই মহিলাকে দুই ব্যক্তি গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। পাহাড়ি এলাকায় একটি হোটেলে ছিলেন ওই মহিলা। ' ফোর্ট মনরো' নামে ওই হোটেলে তাঁকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

Advertisment

এই হোটেল ডিজি খান জেলায়। জায়গাটি লাহোর থেকে ৫০০ কিলোমিটার দূরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা একজন ব্লগার এবং টিকটকার। তিনি একটি ফেসবুক পেজ চালান। সোশ্যাল মিডিয়ায় তাঁর সঙ্গে আলাপ হয়েছিল মুজামিল সিপ্রা ও আজান খোসার সঙ্গে। তাঁরা একটি ব্লগ তৈরি করবেন বলে স্থির হয়। রবিবার নির্যাতিতা ' ফোর্ট মনরো' নামে ওই হোটেলে আসেন। সেখানে তিনি মুজামিল সিপ্রা ও আজান খোসার সঙ্গে একটি ব্লগও তৈরি করেন।

এই ব্যাপারে ডিজি খানের ডেপুটি পুলিশ কমিশনার আনোয়ার বেরিয়ার জানান, ওই মার্কিন মহিলা করাচি থেকে ' ফোর্ট মনরো'তে এসেছিলেন। তাঁর সোশ্যাল মিডিয়ার বন্ধু মুজামিল সিপ্রাই তাঁকে ডেকে এনেছিল। রবিবার সিপ্রার বাড়িতেও গিয়েছিলেন ওই মহিলা। জায়গাটি লাহোর থেকে ৫৫০ কিলোমিটার দূরে রাজনপুর জেলায়। এফআইআরে ওই মহিলা লিখেছেন, 'আমরা ফোর্ট মনরোর হোটেলে ছিলাম। সেখানেই দুই অভিযুক্ত আমাকে গণধর্ষণ করে। আর, আমাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও তৈরি করে।'

আরও পড়ুন- বিশ্ব রাজনীতি তোলপাড়, তেহরানে পুতিন, এবার আরও কাছাকাছি রাশিয়া ও ইরান

এফআইআর দায়েরের পর পাকিস্তানের সীমান্ত সেনা পুলিশ সিপ্রাকে গ্রেফতার করেছে। আজান খোসার সন্ধানেও তল্লাশি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে পাকিস্তানের দণ্ডবিধির ২৯২বি এবং ৩৭৬ ধারায় এফআইআর দায়ের হয়েছে। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষাও করা হয়েছে। পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শেহবাজের নজরেও এসেছে ঘটনাটি। তিনি পঞ্জাবের পুলিশ প্রধানকে ব্যক্তিগতভাবে বিষয়টিতে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলেন, 'কাউকে ছাড়া হবে না। আইন মেনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।'

Read full story in English

USA pakistan Woman Gangrape
Advertisment