Advertisment

ভারত সফরের মাঝেই করোনা আক্রান্ত অজয় বঙ্গা, স্থগিত উচ্চপর্যায়ের বৈঠক

বঙ্গার শরীরে কোন উপসর্গ ধরা পড়েনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Ajay banga, biden , ajay banga world bank, Joe biden, joe biden news, World bank, World bank news, indian express news, indian express cites

অজয় বঙ্গা

করোনা আক্রান্ত বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদপ্রার্থী অজয় বঙ্গা। ভারত সফরকালীন সময়ে রুটিন চেকআপ চলাকালীন তার দেহে মেলে ভাইরাসের উপস্থিতি। আপাতত তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। এই মুহূর্তে বঙ্গার শরীরে কোন উপসর্গ ধরা পড়েনি।
আজ ২৩ শে মার্চ দু'দিনের ভারত সফরে বঙ্গার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করার কথা ছিল।

Advertisment

অর্থ মন্ত্রকের একটি বিবৃতি অনুসারে, নির্মলা সীতারমনের সঙ্গে বঙ্গার যে বৈঠক হওয়ার কথা ছিল, সেটি হবে না। কারণ তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি, ২ দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর।

ইউএস ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে বলেছে, "রুটিন টেস্টের সময় অজয় ​​বঙ্গার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, কিন্তু তাঁর মধ্যে কোন উপসর্গ নেই। নির্দেশিকা মেনে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন।" আফ্রিকা থেকে তার যাত্রা শুরু করেন অজয় বাঙ্গা, তারপর তিনি ইউরোপ, ল্যাটিন আমেরিকা হয়ে এশিয়ায় পৌঁছান। আজ ও আগামীকাল বঙ্গার দু'দিনের ভারত সফরের কথা ছিল। এই সফরে প্রধানমন্ত্রী মোদী, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের এক বৈঠকেও অংশ নিতেন তিনি।

বঙ্গা তাঁর বৈশ্বিক সফরে, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা এবং সুশীল সমাজের সঙ্গে দেখা করেন। গত দুই সপ্তাহে ভারতে ইনফ্লুয়েঞ্জা এবং করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনা বেড়েই চলেছে। বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত ভারতীয় বংশোদ্ভূত মাস্টারকার্ডের প্রাক্তন প্রেসিজেন্ট ও সিইও অজয় বঙ্গা তাঁর তিন সপ্তাহের ‘বৈশ্বিক সফরের’ শেষ পর্যায়ে ২৩ এবং ২৪ মার্চ নয়াদিল্লি সফর করবেন, বুধবার মার্কিন ট্রেজারি এই তথ্য জানিয়েছে। ভারত সরকার ইতিমধ্যেই বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে বঙ্গাকে সমর্থন জানিয়েছে। এর মাঝেই কোভিডে আক্রান্ত হয়েছে বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত ভারতীয় বংশোদ্ভূত মাস্টারকার্ডের প্রাক্তন প্রেসিজেন্ট ও সিইও অজয় বঙ্গা

পাশাপাশি বাংলাদেশ, আইভরি কোস্ট, কলম্বিয়া, মিশর, ফ্রান্স, জার্মানি, ঘানা, ইতালি, জাপান, কেনিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনও বঙ্গার প্রতি তাদের সমর্থন জানিয়েছে। বিবৃতি অনুসারে, ভারতে থাকাকালীন, বঙ্গা লার্নেট ইনস্টিটিউট অফ স্কিলস পরিদর্শন করবেন। যেটি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত বৃত্তিমূলক প্রতিষ্ঠানগুলির একটি নেটওয়ার্ক, বিশ্বব্যাংকও এই প্রতিষ্ঠানকে আংশিক অর্থসাহায্য করেছে। কীভাবে এই প্রতিষ্ঠান বেকারদের জীবন ও অর্থনৈতিক সুযোগের উন্নতি ঘটাচ্ছে তা খতিয়ে দেখবেন বঙ্গা। বিশ্ব ব্যাঙ্কের প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মাস্টারকার্ডের প্রাক্তন প্রেসিজেন্ট ও সিইও অজয় বঙ্গা। ইতিমধ্যেই এই প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জয় বঙ্গা ৬৩ বছর বয়সি, একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। তিনি বর্তমানে ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আসীন রয়েছেন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে তার মনোনয়নের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অজয় বঙ্গা নেদারল্যান্ডে বিনিয়োগকারী হোল্ডিং কোম্পানি Exorche-এর চেয়ারম্যান। বঙ্গ ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (ইউএসআইবিসি) প্রাক্তন সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ভারতীয়-আমেরিকান ৬৩ বছর বয়সি অজয় বাঙ্গা বর্তমানে এছাড়াও ভারতীয় বংশোদ্ভূত অজয় ​​বঙ্গ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের গুরুত্বপূর্ণ পদে তাঁর দায়িত্ব সামলেছেন।

অজয় বঙ্গা ১০ নভেম্বর ১৯৫৯ সালে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার মূলত পাঞ্জাবের জলন্ধরে থাকেন। বাঙ্গার বাবা হরভজন সিং বাঙ্গা একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার বঙ্গাকে ‘পদ্মশ্রী’ পুরস্কারে সম্মানিত করেন।

World Bank
Advertisment