Advertisment

সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা-অগ্নিসংযোগ, শেষ পর্যন্ত মুখ খুলল বাইডেন প্রশাসন

এই নিয়ে দ্বিতীয়বার সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা, খালিস্তানপন্থীদের কাজ বলে ধারনা।

author-image
IE Bangla Web Desk
New Update
usa condemns vandalism attempted against indian consulate at san francisco , সান ফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে হামলা-অগ্নিসংযোগ, শেষ পর্যন্ত মুখ খুলল বাইডেন প্রশাসন

খালিস্তানী সমর্থকদের দ্বারা সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিও-র স্ক্রিনশট।

মার্কিন যুক্তরাষ্ট্র সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাস ভবনে সাম্প্রতিক হামলার নিন্দা করেছে এবং একে ফৌজদারি অপরাধ বলে চিহ্নিত করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার টুইটবার্তায় জানিয়েছে যে, 'শনিবার সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে ভাংচুর এবং অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগের তীব্র নিন্দা করে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে কূটনৈতিক সুবিধা বা বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে ভাংচুর বা হিংসা একটি ফৌজদারি অপরাধ।'

Advertisment

খালিস্তানী সমর্থকদের দ্বারা সোশাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিও দেখা যাচ্ছে যে, রবিবার ভোরে ভারতীয় দূতাবাসের একাংশে আগুন ধরানো হচ্ছে। পোস্টে লেখা রয়েছে 'হিংসাই পাল্টা হিংসর জন্ম দেয়'। এতে কানাডা-ভিত্তিক খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) প্রধান হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর সংবাদের বিষয়গুলিও রয়েছে৷

নিজ্জার, ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীদের তালিকায় ছিলেন এবং তাঁর মাথার দাম ১০ লাখ টাকা নগদ বলে জানিয়েছিল প্রশাসন। গত মাসে কানাডার একটি গুরুদ্বারের বাইরে গুলি করে হত্যা করা হয়েছিল কানাডার খালিস্তান টাইগার ফোর্স (কেটিএফ) প্রধান হরদীপ সিং নিজ্জারকে।

বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসাও সান ফ্রান্সিসকোর ঘটনার নিন্দা করেছেন। তিনি টুইটে জানিয়েছেন যে, 'আমি 2রা জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতীয় কনস্যুলেটে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করছি। বিশ্বের যেকোনও স্থানে যখনই শিখ'রা সমস্যায় পড়েছে থকনই ভারত সরকার সর্বদা শিখ'দের পাশে দাঁড়িয়েছে। আইএসআই-এর মদতপুষ্ট এই ধরণের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি সমগ্র বিশ্বের শিখদের আহ্বান জানাই।'

USA Khalistani
Advertisment