কৃষি আইনের সমর্থনে ভারতের পাশে আমেরিকা

আন্তর্জাতিক স্তরে এই আন্দোলন নিয়ে সুর চড়িয়েছে অনেকেই। তবে ভারত সরকারের পাশে দাঁড়াল আমেরিকা।

আন্তর্জাতিক স্তরে এই আন্দোলন নিয়ে সুর চড়িয়েছে অনেকেই। তবে ভারত সরকারের পাশে দাঁড়াল আমেরিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মোদী সরকারের তিন কৃষি আইনের সমর্থনে এবার পাশে দাঁড়াল মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার সে দেশের তরফে বলা হয়, ভারতের বাজারগুলির কার্যকারিতা উন্নত করতে এবং বেসরকারী খাতের বৃহত্তর বিনিয়োগকে আকৃষ্ট করতে পারে এমন পদক্ষেপগুলিকে স্বাগত জানায়।

Advertisment

কৃষি আইনের প্রতিবাদে কৃষক আন্দোলন নিয়ে দ্বিধাবিভক্ত বিশ্বও। আন্তর্জাতিক স্তরে এই আন্দোলন নিয়ে সুর চড়িয়েছে অনেকেই। তবে ভারত সরকারের পাশে দাঁড়াল আমেরিকা। অপরদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের এই আইনের বিরোধিতা করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রকের এক মুখপাত্র জানান, শান্তিপূর্ণ আন্দোলন উন্নত গণতন্ত্রের পরিচয়। তবে ভারত সরকার কৃষি আইন নিয়ে যে পদক্ষেপ করেছে, তাতে আখেরে দেশের বাজারই উপকৃত হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগের রাস্তাও তৈরি হবে ভারতে।আমেরিকার মতো, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)-ও কৃষি নিয়ে মোদী সরকারের পদক্ষেপকে আগেই স্বাগত জানিয়েছে। গত মাসে আইএমএফ-এর এক শীর্ষ আধিকারিক গেরি রাইস বলেছিলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস নতুন কৃষি আইন ভারতের কৃষিক্ষেত্রে এক যুগান্তকারী সংস্কার।

Advertisment

তবে আমেরিকাতেও দ্বিমত তৈরি হয়েছে, কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স যেমন বলেছেন, “ভারতের কৃষক আন্দোলনের বিরুদ্ধে যে পদক্ষেপ করার খবর পাচ্ছি, তাতে খুবই উদ্বিগ্ন। মোদী সরকারের উচিত আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসে একটা সদর্থক রাস্তা বার করা।” হ্যালি আরও জানান, গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

USA Farmer Agitation