Advertisment

যৌন হেনস্থার প্রতিবাদে ফুটন্ত তেলের কড়াইয়ে ফেলা হল দলিত মহিলাকে, যোগীরাজ্যে চরম চাঞ্চল্য

মিলের মালিক ও তার ২ সহযোগী দীর্ঘদিন ধরেই ওই মহিলাকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Dalit woman pushed into hot oil cauldron for protesting harassment bid

ওই নারীর ভাই তার থানায় অভিযোগে বলেছেন, তারা গত চার মাস ধরে তেল কলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

যৌন হেনস্থার প্রতিবাদ করায় গরম তেলের কড়াইয়ে ঠেলে ফেলে দেওয়া হল এক দলিত মহিলাকে। যোগী রাজ্যে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগে বলা হয়েছে, মিলের মালিক ও তার ২ সহযোগী দীর্ঘদিন ধরেই ওই মহিলাকে উত্ত্যক্ত করত।

Advertisment

উত্তরপ্রদেশের বাগপতে যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করায় এক দলিত মহিলাকে গরম তেল ভর্তি প্যানে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তেল মালিক ও তার ২ সহযোগীর বিরুদ্ধে। এর জেরে ওই মহিলা মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখান থেকে মহিলাকে দিল্লির একটি হাসপাতালে রেফার করা হয়। মিল মালিকসহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মহিলার ভাইয়ের অভিযোগ
মহিলার ভাই ৩০ ডিসেম্বর স্থানীয় থানায় ঘটনার বিষয়ে অভিযোগ দায়ের করেন অভিযোগে বলা হয়েছে, তার বোন মিলে কাজ শুরু করার পর থেকেই মিল মালিক প্রমোদ, তার সহযোগী রাজু ও সন্দীপ বোনকে নানান ভাবে উত্যক্ত করতেন। বোন এর প্রতিবাদ করলে তারা তাকে 'জাতপাত' তুলে গালিগালাজ করে। প্রতিবাদ জানালে বোনকে গরম তেল ভর্তি প্যানে ঠেলে দেওয়া হয়।

পুলিশ কি বলেছে?
দিল্লির একটি হাসপাতালে ভর্তি নির্যাতিতাও পুলিশের কাছে তার বিবৃতি দিয়েছেন। তিনি জানান, তাকে প্যানে ঠেলে দেওয়ার আগে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে। প্রতিবেদনে বলা হয়, ওই নারীর শরীরের অর্ধেকের বেশি পুড়ে গেছে। তার হাত ও পা ছাড়াও শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছে।

নির্যাতিতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলার শ্লীলতাহানি এবং এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা দায়ের করেছে। সার্কেল অফিসার বিজয় চৌধুরী জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

uttar pradesh Dalit
Advertisment