Advertisment

এনকাউন্টারে দুষ্কৃতীদের ভয় দেখাল উত্তরপ্রদেশ পুলিশ!

অ্য়াসিস্ট্য়ান্ট পুলিশ সুপার বলেন যে, দুষ্কৃতীদের উপর চাপ তৈরি করতেই এমনটা করা হয়েছিল। তবে এ ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
uttar pradesh, উত্তরপ্রদেশ

এনকাউন্টারের সেই মুহূর্ত। ছবি: টুইটার/ইন্ডিয়ান এক্সপ্রেস।

দুষ্কৃতীদের ধরতে অনেকসময়ই নানা ছলচাতুরির আশ্রয় নেন খাকি উর্দিধারীরা। এবার সেরকমই এক ছলচাতুরির ঘটনা সামনে এল। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। সেখানে দুষ্কৃতীদের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলছিল। এনকাউন্টারে দুষ্কতীদের বাগে আনতে পুলিশি কসরতের খামতি নেই। এমন সময়ই পুলিশের রিভলভার থেকে গুলি বেরোল না। বেরোবে কী করে! পুলিশি রিভলভারে গুলি আটকে গিয়েছে যে। এমতাবস্থায় দুষ্কৃতীদের জব্দ করবে কীভাবে তাঁরা? মুহূর্তেই এল সেই উপায়। গুলির শব্দের নকল করে হাঁক পাড়লেন এক পুলিশকর্মী। এতেই শেষ নয়, ''মারো'', ''ঘেরো'' বলেও চিৎকার জুড়লেন ওই পুলিশকর্মী।

Advertisment

রবিবার উত্তরপ্রদেশের সম্বল জেলায় এমন কাণ্ডই ঘটেছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর। দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই চালাতে ঘটনাস্থলে ছিল উত্তরপ্রদেশ পুলিশের একটা দল। এনকাউন্টারের সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করে এএনআই। যে ভিডিওতে গুলির আওয়াজের শব্দ করতে দেখা গিয়েছে অ্য়াসিস্ট্য়ান্ট পুলিশ সুপারকে। অন্য় এক পুলিশকর্মীকে বলতে শোনা গিয়েছে ''মারো'' ও ''ঘেরো'' শব্দ। ওই পুলিশকর্মীর রিভলভার থেকে গুলি বেরোচ্ছিল না, আটকে গিয়েছিল।

আরও পড়ুন, গুরগাঁওয়ের গুলিচালনার ঘটনায় মারা গেলেন বিচারকের স্ত্রী, আশঙ্কাজনক পুত্র

এ ঘটনা প্রসঙ্গে, সংবাদসংস্থা এএনআইকে ওই অ্য়াসিস্ট্য়ান্ট পুলিশ সুপার বলেন যে, দুষ্কৃতীদের উপর চাপ তৈরি করতেই এমনটা করা হয়েছিল। তবে এ ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। গুলির লড়াইয়ে ওই দুষ্কৃতীদের পায়ে গুলি লাগে। গুলির লড়াইয়ে এক পুলিশকর্মী জখম হয়েছেন বলেও খবর।

Read the Story in English

national news police
Advertisment